প্রত্যাশা ডেস্ক : আকস্মিকভাবে ফের দৃশ্যপটে হাজির হলেন আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরই দলটির হাল ধরেন তিনি। ২০২০ সালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে ৯/১১-এর হামলার ২০ বছরপূর্তিতে শনিবার এক ভিডিও বার্তায় দেখা যায় তাকে। টেলিগ্রাম অ্যাপে ‘জেরুজালেম উইল নট বি জুডাইজড’ শিরোনামের ওই ভিডিও বার্তা প্রকাশ করে আল কায়েদা। ওই ভিডিও বার্তা থেকে এটা স্পষ্ট যে জাওয়াহিরি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ৯/১১-এর সকালে জঙ্গিদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলগুলোতে জাওয়াহিরির ভাষণের প্রমো প্রকাশ করে আল কায়েদা। এরপর জঙ্গি নেতার লেখা ৮৫২ পৃষ্ঠার একটি বইও টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে তারা। সূত্র: জি নিউজ।