বিনোদন ডেস্ক: অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট দীর্ঘ ৮ বছর আইনি লড়াই শেষে অবশেষে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ সংবাদটি জানিয়েছেন জোলির আইনজীবী। তবে পিটের আইনজীবী এ প্রসঙ্গে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি। হলিউডের আলোচিত তারকা জোলি ও পিট ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুবছর না যেতেই ২০১৬ সালে জোলি আদালতে ডিভোর্সের জন্য আবেদন করেন।
‘অমিমাংসিত মতবিরোধের’ ডিভোর্সের কারণ হিসেবে তিনি আদালতকে জানান। জোলি পিটের সংসারে ৬ সন্তান রয়েছে। একসময় তাদের অভিভাবকত্ব কে নেবেন, এই নিয়ে তিক্ত লড়াই শুরু হয় জোলি ও পিটের মধ্যে। ২০২১ সালে আদালত তাদের সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত জানায়। ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার মাধ্যমে ২০০৫ সালে জোলি ও পিটের পরিচয় হয়। এরপর তারা প্রেমে পড়েন ও বিয়ে করেন। জোলি এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।
অন্যদিকে এটি ছিল ব্র্যাড পিটের দ্বিতীয় বিয়ে। তিনি জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন। অ্যাঞ্জেলিনা জোলির অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জিয়া’, ‘অরিজিনাল সিন’, ‘সল্ট, ‘লারা ক্রফট’, ‘ টুম্ব রেইডার’, ‘ইন্টারাপটেড’, ‘চেঞ্জলিং’ও ‘গার্ল’। অন্যদিকের ব্র্যাড পিটের আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ওয়ানস আপঅন অ্যা টাইম ইন হলিউড’, ‘ফাইট ক্লাব’ এবং ‘টুয়েলভ মাংকিজ’।