ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

অবশেষে বিখ্যাত তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন

  • আপডেট সময় : ১১:১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র তাকসিম স্কয়ারে একটি নতুন মনোরম মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দীর্ঘ ৭০ বছর পর গত শুক্রবার (২৮ মে) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করা হয়।
ইস্তাম্বুলের ব্যস্ততম নগরী তাকসিম স্কয়ারের ২৬ হাজার ৭১৬ স্কয়ার ফুট স্থানে মসজিদটি নির্মিত। মসজিদ ভবনটিতে দুটি সুউচ্চ মিনার রয়েছে। এতে রয়েছে একটি প্রদর্শনি হল, একটি লাইব্রেরি, পার্কিং ও স্যুপ কিচেন। মসজিদটিতে আড়াই হাজারের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। দুইজন তুর্কি নকশাকার তিন তলা বিশিষ্ট মসজিদের নকশা করেন।
মসজিদটি উদ্বোধনের পর এরদোগান বলেন, এই মসজিদ নির্মাণের মধ্য দিয়ে তুরস্কের একটি স্বপ্ন পূরণ হলো। চার বছর আগে মসজিদটি কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এখানে নামাজ আদায়ের একটি কক্ষ পর্যন্ত ছিল না। পত্রিকা বিছিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আমাদের মসজিদটি ইস্তাম্বুলের প্রতীকগুলোর মধ্যে পৃথক স্থান করে নিয়েছে। উপাসনাস্থল হওয়ার পাশাপাশি, তাকসিম মসজিদটি ইস্তাম্বুলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শৈল্পিক কেন্দ্র হয়ে উঠবে।
১৯৫০ সালে সর্বপ্রথম ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া করা হয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে তুরস্ক পরিচিত হলেও ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘকাল সেই নির্মাণকাজ থেমে থাকে।
অবশেষে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়ে চার বছরে তা শেষ হয়। আর শুক্রবার (২৮ মে) মসজিদটি সবার জন্য উম্মুক্ত হলো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অবশেষে বিখ্যাত তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন

আপডেট সময় : ১১:১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র তাকসিম স্কয়ারে একটি নতুন মনোরম মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দীর্ঘ ৭০ বছর পর গত শুক্রবার (২৮ মে) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করা হয়।
ইস্তাম্বুলের ব্যস্ততম নগরী তাকসিম স্কয়ারের ২৬ হাজার ৭১৬ স্কয়ার ফুট স্থানে মসজিদটি নির্মিত। মসজিদ ভবনটিতে দুটি সুউচ্চ মিনার রয়েছে। এতে রয়েছে একটি প্রদর্শনি হল, একটি লাইব্রেরি, পার্কিং ও স্যুপ কিচেন। মসজিদটিতে আড়াই হাজারের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। দুইজন তুর্কি নকশাকার তিন তলা বিশিষ্ট মসজিদের নকশা করেন।
মসজিদটি উদ্বোধনের পর এরদোগান বলেন, এই মসজিদ নির্মাণের মধ্য দিয়ে তুরস্কের একটি স্বপ্ন পূরণ হলো। চার বছর আগে মসজিদটি কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এখানে নামাজ আদায়ের একটি কক্ষ পর্যন্ত ছিল না। পত্রিকা বিছিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আমাদের মসজিদটি ইস্তাম্বুলের প্রতীকগুলোর মধ্যে পৃথক স্থান করে নিয়েছে। উপাসনাস্থল হওয়ার পাশাপাশি, তাকসিম মসজিদটি ইস্তাম্বুলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শৈল্পিক কেন্দ্র হয়ে উঠবে।
১৯৫০ সালে সর্বপ্রথম ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া করা হয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে তুরস্ক পরিচিত হলেও ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘকাল সেই নির্মাণকাজ থেমে থাকে।
অবশেষে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়ে চার বছরে তা শেষ হয়। আর শুক্রবার (২৮ মে) মসজিদটি সবার জন্য উম্মুক্ত হলো।