ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্ররাজনীতি বন্ধের দাবি ছুটির পরও বুয়েটে চলছে পরীক্ষা বর্জন, আইনি লড়াইয়ে প্রশাসন টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ভোটের আগে ভারতের নির্দেশে রাজনৈতিক পোস্ট ব্লক করল এক্স ঋণ পেতে মরদেহ নিয়ে ব্যাংকে এলেন নারী প্রতিমন্ত্রী পলকের শ্যালকের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন ভারতের জাতীয় নির্বাচন আজ শুরু নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাব মুখপাত্র মঈন বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা ২৪ এপ্রিল ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে

অবশেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সেই বেলায়েতের

  • আপডেট সময় : ০২:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পঞ্চান্ন বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে আলোচিত বেলায়েত শেখ অবশেষে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাফল্য পেয়েছেন।
গতকাল সোমবার সকালে এ শিক্ষালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। এমসিকিউ পদ্ধতির এ ভর্তি পরীক্ষার ফল দুপুরেই প্রকাশ করা হয়, যাতে ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন বেলায়েত। মায়ের ‘অনুমতি’ আর বিশ্ববিদ্যালয়ে ‘আর্থিক ছাড়’ মিললে সেখানেই ভর্তি হবেন বলে তিনি জানিয়েছেন। গাজীপুরের সন্তান বেলায়েত শেখ বলেন, “ভর্তি পরীক্ষায় পাস করেছি, ভর্তি হওয়ার ইচ্ছা আছে। তবে এতদূর পড়তে হলে মায়ের অনুমতি নেওয়া লাগবে। মা অনুমতি দিলে এবং কর্তৃপক্ষ ছাড় দিলে এখানে ভর্তি হব।
“শুনেছি অনার্স শেষ করতে প্রায় দুই লাখ টাকা লাগবে। এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। কারণ আমার সংসার রয়েছে। কর্তৃপক্ষ যদি ছাড় দেয়, তাহলে আমার পড়ার স্বপ্ন পূরণ হবে।”
পেশায় সাংবাদিক বেলায়েত শেখ এর আগে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। অদম্য ইচ্ছা থাকার পরেও ৫৫ বছর বয়সে তরুণদের সঙ্গে তার পেরে ওঠা সম্ভব হয়নি। তবে তিনি হাল ছাড়ছেন না। প্রয়োজনে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যায় এমন বিশ্ববিদ্যালয়গুলোতেও আগামী বছর চেষ্টা করবেন বলে জানান বেলায়েত শেখ। “ঢাকায় দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিনা খরচে পড়ানোর প্রস্তাব করেছিল। কিন্তু সেখানে সাংবাদিকতা সাবজেক্ট নাই, অন্য সাবজেক্টে পড়তে বলা হয়েছে। আমি সাংবাদিকতা নিয়েই পড়তে চাই। “সাংবাদিকতার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অনেক ভালো। যদি আগামী বছর অন্য কোথাও সেকেন্ড টাইম দেওয়া যায়, সেখানেও চেষ্টা করব।” বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কোঅর্ডিনেটর মো. শাতিল সিরাজ বলেন, “উনি ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় ৩২ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৪০ নম্বরের মধ্যে ৩৬ পেয়ে সর্বমোট ৬৮ নম্বর পেয়ে পাস করেছেন।”
ভর্তি ও টিউশন ফিতে ছাড় দেওয়া হবে কি না, সেই প্রশ্নে তিনি বলেন, “ফি ছাড় দেওয়ার বিষয়ে উনি আমাকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে অথরিটি বরাবর একটা আবেদন করবেন। অথরিটি কনসিডার করলে নিশ্চিয় তিনি সুযোগ সুবিধা পাবেন। “আমাদের এখানে অনার্সে চার বছরে ১ লাখ ৯২ হাজার টাকা খরচ পড়ে। কর্তৃপক্ষ চাইলে সেটাতে ছাড় দিতে পারে।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছাত্ররাজনীতি বন্ধের দাবি ছুটির পরও বুয়েটে চলছে পরীক্ষা বর্জন, আইনি লড়াইয়ে প্রশাসন

অবশেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সেই বেলায়েতের

আপডেট সময় : ০২:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : পঞ্চান্ন বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে আলোচিত বেলায়েত শেখ অবশেষে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাফল্য পেয়েছেন।
গতকাল সোমবার সকালে এ শিক্ষালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। এমসিকিউ পদ্ধতির এ ভর্তি পরীক্ষার ফল দুপুরেই প্রকাশ করা হয়, যাতে ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন বেলায়েত। মায়ের ‘অনুমতি’ আর বিশ্ববিদ্যালয়ে ‘আর্থিক ছাড়’ মিললে সেখানেই ভর্তি হবেন বলে তিনি জানিয়েছেন। গাজীপুরের সন্তান বেলায়েত শেখ বলেন, “ভর্তি পরীক্ষায় পাস করেছি, ভর্তি হওয়ার ইচ্ছা আছে। তবে এতদূর পড়তে হলে মায়ের অনুমতি নেওয়া লাগবে। মা অনুমতি দিলে এবং কর্তৃপক্ষ ছাড় দিলে এখানে ভর্তি হব।
“শুনেছি অনার্স শেষ করতে প্রায় দুই লাখ টাকা লাগবে। এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। কারণ আমার সংসার রয়েছে। কর্তৃপক্ষ যদি ছাড় দেয়, তাহলে আমার পড়ার স্বপ্ন পূরণ হবে।”
পেশায় সাংবাদিক বেলায়েত শেখ এর আগে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। অদম্য ইচ্ছা থাকার পরেও ৫৫ বছর বয়সে তরুণদের সঙ্গে তার পেরে ওঠা সম্ভব হয়নি। তবে তিনি হাল ছাড়ছেন না। প্রয়োজনে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যায় এমন বিশ্ববিদ্যালয়গুলোতেও আগামী বছর চেষ্টা করবেন বলে জানান বেলায়েত শেখ। “ঢাকায় দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিনা খরচে পড়ানোর প্রস্তাব করেছিল। কিন্তু সেখানে সাংবাদিকতা সাবজেক্ট নাই, অন্য সাবজেক্টে পড়তে বলা হয়েছে। আমি সাংবাদিকতা নিয়েই পড়তে চাই। “সাংবাদিকতার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অনেক ভালো। যদি আগামী বছর অন্য কোথাও সেকেন্ড টাইম দেওয়া যায়, সেখানেও চেষ্টা করব।” বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কোঅর্ডিনেটর মো. শাতিল সিরাজ বলেন, “উনি ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় ৩২ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৪০ নম্বরের মধ্যে ৩৬ পেয়ে সর্বমোট ৬৮ নম্বর পেয়ে পাস করেছেন।”
ভর্তি ও টিউশন ফিতে ছাড় দেওয়া হবে কি না, সেই প্রশ্নে তিনি বলেন, “ফি ছাড় দেওয়ার বিষয়ে উনি আমাকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে অথরিটি বরাবর একটা আবেদন করবেন। অথরিটি কনসিডার করলে নিশ্চিয় তিনি সুযোগ সুবিধা পাবেন। “আমাদের এখানে অনার্সে চার বছরে ১ লাখ ৯২ হাজার টাকা খরচ পড়ে। কর্তৃপক্ষ চাইলে সেটাতে ছাড় দিতে পারে।”