বিনোদন ডেস্ক: মা বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর থেকে প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে জাহ্নবী কাপুরের। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখলেও সম্প্রতি শিখরের নাম লেখা হার পরে তাদের সম্পর্ক স্বীকার করেছেন জাহ্নবী। জানান, শিখরকে নিয়ে তিনি বেশ সিরিয়াস।
তবে হঠাৎ ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ওরহান অবাত্রামণিকে (ওরি) স্বামী বলে সম্বোধন করে চমকে দেন তিনি। বলিউডে পরিচিত মুখ ওরি নিজেকে সমকামী পরিচয় দিয়ে থাকলেও জাহ্নবীর সঙ্গে তার বন্ধুত্ব দীর্ঘদিনের। বিশেষত, কাপুর পরিবারের সঙ্গেও তার সম্পর্ক বেশ গভীর।
জাহ্নবী জানান, একবার লস অ্যাঞ্জেলেসে রেস্তোরাঁয় অনেক ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে থাকেন। তখন পাশে থাকা ওরিকে দেখিয়ে বলেন, ‘উনি আমার স্বামী’, যাতে কেউ আর বিরক্ত না করে। বিষয়টি নিছকই মজার ও তাৎক্ষণিক বুদ্ধি বলে জানান জাহ্নবী।
ওআ/আপ্র/২৯/০৮/২০২৫