দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি। : বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরাকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা রবিবারের অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে দাগনভূঞা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) দাগনভূঞা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন আকবরের নেতৃত্বে দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে জিরো পয়েন্টে এসে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কামাল হাজারী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাফ মিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক কবির আহমেদ ডিপলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, পৌর যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন সুজন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওলি উল্যাহ শিপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
জনপ্রিয় সংবাদ
























