নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনব্যাপী অবরোধ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা-৬ আসনের নির্বাচনি এলাকায় অবস্থান কর্মসূচি ও শান্তি উন্নয়ন শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতাকর্মীরা। বুধবার সকাল থেকেই রাজধানীর জয়কালী মন্দিরের সামনে অবস্থান নিয়ে যুবলীগের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। যুবলীগের বিক্ষোভ মিছিলটি জয়কালী মন্দির থেকে শুরু করে কাপ্তান বাজার প্রদক্ষিণ করে আবার ওয়ারী চন্ডি চরণ রোডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য দেন দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আলী আকবর বাবুলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মো. মাকসুদুর রহমান, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, উপ-মুক্তিযুদ্ধ সম্পাদক রিয়াজ আহমেদ ফালান, সহ-সম্পাদক শ্রী মিলন কান্তি, ৩৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাজী মো. রমজান, ৪০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. সেন্টু, ৪১ নং ওয়ার্ড সভাপতি মো. জুয়েল, সাধারণ সম্পাদক সৈকত আলী জিমি, ৪২নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুম, ৪৩নং ওয়ার্ড সভাপতি হাজী মো. সারোয়ার হোসেন স্বপন, ৪৪নং ওয়ার্ড সভাপতি এম এ মমিন, সম্পাদক উজ্জল দাস, ৪৫নং সাধারণ সম্পাদক মো. রিয়াদ, ৪৬নং ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মানু, ৩৭নং ওয়ার্ড যুবলীগ নেতা আলী, আজিজ, সাইফুলসহ মহানগর দক্ষিণ যুবলীগের সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালি ও বংশালের শত শত নেতাকর্মী। যুবলীগের নেতাকর্মীরা বলেন, বিএনপি হলো একটা সন্ত্রাসী দল। তাদের অবৈধ অবরোধ দেশের মানুষ মানে না। তারা অবরোধের নামে নাশকতা করে নির্বাচনকে বানচাল করতে চায়, জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তাদের উদ্দেশ্য হলো দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। কিন্তু আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা তা কখনো হতে দেবে না। জনগণের জানমাল রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীরা সতর্ক পাহারায় আছে ।