ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ আটক ৮৩ জন

  • আপডেট সময় : ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে ৮৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক জানান, শনিবার রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), সেনাবাহিনী এবং র‌্যাব তাদের আটক করেছে।

রোববার দুপুরে জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তাহেরুল হক চৌহান জানান, গাজীপুরের ধীরাশ্র এলাকায় আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তাহেরুল হক চৌহান জানান, গাজীপুর মহানগরের আট থানায় মোট ৪৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মহানগরের সদর মেট্রো সদর থানায় ১৬ জন, পূবাইল থানায় ২ জন, কোনাবাড়ি থানায় ২ জন, কাশিমপুর থানায় ৩ জন, বাসন থানায় ৮ জন, গাছা থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় একজনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিলন আহমেদ (৪৫); কাওরাইদ ইউনিয়ন (৯নং ওয়ার্ড) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিম উদ্দিন (৬০); তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আওয়ামী লীগকর্মী মেহেদী হাসান বাপ্পি (২৮), ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি স্বপন শাজাহান (৩৮), উজিলাব গ্রামের আহমদ হোসেন মোল্লা, মাটিয়াগাড়া গ্রামের মজিবুর রহমান; বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আওয়ামী লীগকর্মী সজীব (২৭), একই ইউনিয়নের ছাত্রলীগ নেতা লাকচতল গ্রামের আবু ইউসুফ (২৪); গোসিংগা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন (৫৯); মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের মোয়াজ্জেম হোসেন (৩৫)।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উপজেলায় মোট ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন– টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম হোসেন, রায়েদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল আমিন, কাপাসিয়া উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসেন, চেরাগ আলীর ছেলে ইউপি সদস্য সাহাব উদ্দিন।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ আটক ৮৩ জন

আপডেট সময় : ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে ৮৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক জানান, শনিবার রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), সেনাবাহিনী এবং র‌্যাব তাদের আটক করেছে।

রোববার দুপুরে জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তাহেরুল হক চৌহান জানান, গাজীপুরের ধীরাশ্র এলাকায় আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তাহেরুল হক চৌহান জানান, গাজীপুর মহানগরের আট থানায় মোট ৪৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মহানগরের সদর মেট্রো সদর থানায় ১৬ জন, পূবাইল থানায় ২ জন, কোনাবাড়ি থানায় ২ জন, কাশিমপুর থানায় ৩ জন, বাসন থানায় ৮ জন, গাছা থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় একজনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিলন আহমেদ (৪৫); কাওরাইদ ইউনিয়ন (৯নং ওয়ার্ড) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিম উদ্দিন (৬০); তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আওয়ামী লীগকর্মী মেহেদী হাসান বাপ্পি (২৮), ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি স্বপন শাজাহান (৩৮), উজিলাব গ্রামের আহমদ হোসেন মোল্লা, মাটিয়াগাড়া গ্রামের মজিবুর রহমান; বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আওয়ামী লীগকর্মী সজীব (২৭), একই ইউনিয়নের ছাত্রলীগ নেতা লাকচতল গ্রামের আবু ইউসুফ (২৪); গোসিংগা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন (৫৯); মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের মোয়াজ্জেম হোসেন (৩৫)।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উপজেলায় মোট ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন– টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম হোসেন, রায়েদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল আমিন, কাপাসিয়া উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসেন, চেরাগ আলীর ছেলে ইউপি সদস্য সাহাব উদ্দিন।