ফেনী সংবাদদাতা : ফেনীতে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করেছে পুলিশ। যেকোন অপরাধ, সন্ত্রাসী কার্যকলাপসহ সব ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলা ও জনসাধারণের জান-মালের সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে ১০ পুলিশ সদস্যের এ কিউআরটি দলটি। কিউআরটি টিম গঠনের প্রেক্ষাপট প্রসঙ্গে পুলিশ সুপার জানান, আধিপত্য বিস্তারকারীদের দমন এবং যেকোনো সংকটময় মুহূর্তে দ্রুত সাড়া দিতে এ কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হয়েছে। কার্যক্রম শুরুর প্রথম দিনে শহরের বেশ কয়েকটি স্থানে টহল দেয় দলটি। শহরের ট্রাংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালেও দেখা গিয়েছে তাদের। আর দলের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ায় সেখানে বেশ ইতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেছে।