তুহীন বিশ্বঅজস্র গোলাপ আর রজনীগন্ধার সুবাস নিয়ে-
একটা ভালোবাসা সম্মুখ দাঁড়ায় গোধূলি বেলায়,
পোড় খাওয়া মনের শক্ত দেয়াল ভেদ করে গন্ধ ছড়ায় অবেলায়,
কিছুটা শিহরণ, কিছুটা আবেগ হৃদয়ে মায়াবী আবেশে।
প্রতিশ্রুতি আর বিশ্বাসের মর্মবাণী শোনায় চোখের ভাষায়,
যেন চাঁদ সূর্য আর সমুদ্র জলের মিলন ঘটে শারীরিক বাচনে।
প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়ে মৃদু হাওয়ায় দোলে,
বসন্তের সমীরণ লাগে নিস্তব্ধ কোনো এক পড়ন্ত বেলায়।
বাধ্য হয় বোধ বাঁধা দ্বিধা অতিক্রম করে নব সূর্যের আলোয়,
অতঃপর সৃষ্ট নতুন পথে হেঁটে চলে এক অন্যরকম প্রেম।