ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

অন্দরসজ্জায় ইবিএলের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি সই

  • আপডেট সময় : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক: অন্দরসজ্জায় বিশেষ সুবিধা দিতে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) সঙ্গে চুক্তিবদ্ধ হলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এর মাধ্যমে ইবিএল কার্ডধারীরা বার্জারের পেইন্টিং ও অন্দরসজ্জা সেবায় বিশেষ ছাড়সহ অন্য সুযোগ-সুবিধা পাবেন। ইবিএলের গ্রাহকেরা যাতে সহজে ও কম খরচে ঘর সুন্দর করে সাজাতে পারেন, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ইবিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা একেএম সাদেক নেওয়াজ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের অ্যাক্টিং হেড অব রিটেইল অ্যালায়েন্স ফারজানা কাদের এবং বার্জারের জেনারেল সেলস ম্যানেজার সাব্বির আহমদ। এ ছাড়া বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিভাগের ক্যাটাগরি হেড সাঈদ শরীফসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাদেক নেওয়াজ বলেন, ‘আমরা ইবিএলের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। তাদের কার্ডধারীদের আমাদের এক্সপেরিয়েন্স জোনগুলোতে স্বাগত জানাই। এখানে তারা ঘরকে সুন্দর করে সাজানোর জন্য প্রয়োজনীয় সবকিছু এক জায়গাতেই পাবেন।’

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অন্দরসজ্জায় ইবিএলের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি সই

আপডেট সময় : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

অর্থনৈতিক ডেস্ক: অন্দরসজ্জায় বিশেষ সুবিধা দিতে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) সঙ্গে চুক্তিবদ্ধ হলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এর মাধ্যমে ইবিএল কার্ডধারীরা বার্জারের পেইন্টিং ও অন্দরসজ্জা সেবায় বিশেষ ছাড়সহ অন্য সুযোগ-সুবিধা পাবেন। ইবিএলের গ্রাহকেরা যাতে সহজে ও কম খরচে ঘর সুন্দর করে সাজাতে পারেন, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ইবিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা একেএম সাদেক নেওয়াজ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের অ্যাক্টিং হেড অব রিটেইল অ্যালায়েন্স ফারজানা কাদের এবং বার্জারের জেনারেল সেলস ম্যানেজার সাব্বির আহমদ। এ ছাড়া বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিভাগের ক্যাটাগরি হেড সাঈদ শরীফসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাদেক নেওয়াজ বলেন, ‘আমরা ইবিএলের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। তাদের কার্ডধারীদের আমাদের এক্সপেরিয়েন্স জোনগুলোতে স্বাগত জানাই। এখানে তারা ঘরকে সুন্দর করে সাজানোর জন্য প্রয়োজনীয় সবকিছু এক জায়গাতেই পাবেন।’

আজকের প্রত্যাশা/কেএমএএ