নিজস্ব প্রতিবেদক : অন্তঃসত্ত্বা মেয়েকে হাসপাতালে নেওয়ার সময় লেগুনার ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। যাত্রবাড়ী থানার ওসি মো. মফিজুল আলম বলেন, কাজলার বাসা থেকে অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় তিনি দুর্ঘটনায় পড়েন।
“মেয়ে তমা রানীকে (২০) ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় একটি লেগুনা প্রীতিরানী দাসকে ধাক্কা দেয়। এত তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।” এ বিষয়ে তমা রাণী বলেন, শুক্রবার তার মা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শ্বশুড়বাড়ি থেকে তাকে ঢাকায় নিয়ে আসে। বাসার কাছে নিয়মিত পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ লেগুনাটি জব্দ করলেও চালককে পাওয়া যায়নি; এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে বলে ওসি মফিজুল জানিয়েছেন।
অন্তঃসত্ত্বা মেয়েকে হাসপাতালে নেওয়ার পথে লেগুনার ধাক্কায় মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ