ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

অনৈতিক সম্পর্ক লুকিয়ে থাকা ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

  • আপডেট সময় : ০৬:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার লালমাইয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। তিনি ওই ঘরের খাটের নিচে বিছানা পেতে ও ফ্যান চালু করে লুকিয়ে ছিলেন। আটক ছাত্রলীগ নেতার নাম – মেহেদী হাসান (২৪)। বাগমরা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তিনি। বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান। স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের সঙ্গে স্থানীয় রায়পুর গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে। গত সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে তিনি গোপনে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। পরবর্তীতে মঙ্গলবার (২২ অক্টোবর) প্রবাসীর স্ত্রীর স্বামীর পরিবার বিষয়টি টের পেয়ে স্থানীয়দের জানান। বুধবার দুপুরে স্থানীয়রা সেখানে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন। পরে ওই নারীর শ্বশুরসহ স্থানীয়রা ঘরটি তল্লাশি করেন। এসময় খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে আটক করা হয়। খাটের নিচে বিছানা করে ফ্যান লাগিয়ে শুয়ে থাকতে দেখা যায় ছাত্রলীগ নেতা মেহেদীকে। এসময় উত্তেজিত জনতা তাকে বের করে এনে মারধর করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ওই ছেলের অনৈতিক সম্পর্ক রয়েছে। যদিও ওরা দাবি করেছে, তাদের বিয়ে হয়েছে। মেহেদীকে তার বোনের জিম্মায় এবং ওই মেয়েকে তার শ্বশুরের জিম্মায় ছাড়া হয়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অনৈতিক সম্পর্ক লুকিয়ে থাকা ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৬:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার লালমাইয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। তিনি ওই ঘরের খাটের নিচে বিছানা পেতে ও ফ্যান চালু করে লুকিয়ে ছিলেন। আটক ছাত্রলীগ নেতার নাম – মেহেদী হাসান (২৪)। বাগমরা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তিনি। বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান। স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের সঙ্গে স্থানীয় রায়পুর গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে। গত সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে তিনি গোপনে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। পরবর্তীতে মঙ্গলবার (২২ অক্টোবর) প্রবাসীর স্ত্রীর স্বামীর পরিবার বিষয়টি টের পেয়ে স্থানীয়দের জানান। বুধবার দুপুরে স্থানীয়রা সেখানে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন। পরে ওই নারীর শ্বশুরসহ স্থানীয়রা ঘরটি তল্লাশি করেন। এসময় খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে আটক করা হয়। খাটের নিচে বিছানা করে ফ্যান লাগিয়ে শুয়ে থাকতে দেখা যায় ছাত্রলীগ নেতা মেহেদীকে। এসময় উত্তেজিত জনতা তাকে বের করে এনে মারধর করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ওই ছেলের অনৈতিক সম্পর্ক রয়েছে। যদিও ওরা দাবি করেছে, তাদের বিয়ে হয়েছে। মেহেদীকে তার বোনের জিম্মায় এবং ওই মেয়েকে তার শ্বশুরের জিম্মায় ছাড়া হয়েছে।