শিমুল হোসেন : অনেক সাধে-
অনেক ইচ্ছে নিয়ে আমি বেঁধেছি গো ঘর
পদ্মার পলিতে নবজন্মা সবুজ শান্ত সে’চর।
আশা ছিলো-
এ রমনীর বুকে রাখিব মাথা রইবো চিরকাল
কত না মধুর হবে লালবর্ণ সূর্যের প্রতিটি বিকাল।
বুঝিনি আমি-
এত সহসায় ভেঙে যাবে মধুর প্রেমময় খেলা
কে জানে! ভেসে যাবে নিমেষে ছোট্ট সে ভেলা।
থাকবে শূন্যতা,
থেকে যাবে সেই বিস্তৃত বিশাল বালুর চর
থাকবে না শুধু আমার ছোট্ট সোনার ঘর।
অনেক সাধ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ