ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫

অনেক তো বিরহ হলো, এবার অ্যাকশন হোক: বাপ্পারাজ

  • আপডেট সময় : ০৫:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজকে এখন আর সেভাবে দেখা যায় না। তবে মাঝেমধ্যেই সামাজিকমাধ্যমে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্ধু হয়ে উঠেন তিনি। বিরহের ট্যাগলাইন দিয়ে তার ছবি নিয়ে তৈরি হয় মিমস এবং মানুষ মেতে ওঠে হাস্যরসে। সম্প্রতি তার অভিনীত ‘প্রেমের সমাধী’ সিনেমার ‘হেনার’র একটি দৃশ্য এখন অন্তর্জালে ভাইরাল। সিনেমার পর্দায় নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।

এরপর তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। ’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না। ’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে। চারদিকে যখন ‘হেনার’র সেই দৃশ্য ভাইরাল তখনই নতুন চমক নিয়ে ফিরলেন নায়ক বাপ্পারাজ। রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করলেন। সেই ভিডিওর শুরুতেই নায়ক বাপ্পারাজকে দেখা গেছে, একটি থানায় যেখানে তিনি পা তুলে বসে রয়েছেন।

আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি। এরপরই বাপ্পারাজ একজনের উদ্দেশ্যে বললেন, বন্ধ করো। গান বন্ধের সঙ্গে সঙ্গে বলে ওঠলেন, ‘অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক’। দেড় মিনিটের ট্রেলারে বাপ্পারাজকে দেখা গেছে অফিসার ইনচার্জ (ওসি) সায়েম জব্বার চরিত্রে। জানা গেছে, ‘রক্ত ঋণ’ নামে একটি সিরিজের অভিনয় করেছেন তিনি, এটি তারই ট্রেলার। সিরিজটি নির্মাণ করেছেন মোস্তফা খান শিহান। এতে বাপ্পারাজ ছাড়া আরও অভিনয় করেছেন শাহেদ আলী, নাদিয়া হক, খালিদ হাসান রুমি প্রমুখ। শিগগিরই এটি মুক্তি পাবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অনেক তো বিরহ হলো, এবার অ্যাকশন হোক: বাপ্পারাজ

আপডেট সময় : ০৫:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজকে এখন আর সেভাবে দেখা যায় না। তবে মাঝেমধ্যেই সামাজিকমাধ্যমে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্ধু হয়ে উঠেন তিনি। বিরহের ট্যাগলাইন দিয়ে তার ছবি নিয়ে তৈরি হয় মিমস এবং মানুষ মেতে ওঠে হাস্যরসে। সম্প্রতি তার অভিনীত ‘প্রেমের সমাধী’ সিনেমার ‘হেনার’র একটি দৃশ্য এখন অন্তর্জালে ভাইরাল। সিনেমার পর্দায় নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।

এরপর তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। ’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না। ’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে। চারদিকে যখন ‘হেনার’র সেই দৃশ্য ভাইরাল তখনই নতুন চমক নিয়ে ফিরলেন নায়ক বাপ্পারাজ। রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করলেন। সেই ভিডিওর শুরুতেই নায়ক বাপ্পারাজকে দেখা গেছে, একটি থানায় যেখানে তিনি পা তুলে বসে রয়েছেন।

আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি। এরপরই বাপ্পারাজ একজনের উদ্দেশ্যে বললেন, বন্ধ করো। গান বন্ধের সঙ্গে সঙ্গে বলে ওঠলেন, ‘অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক’। দেড় মিনিটের ট্রেলারে বাপ্পারাজকে দেখা গেছে অফিসার ইনচার্জ (ওসি) সায়েম জব্বার চরিত্রে। জানা গেছে, ‘রক্ত ঋণ’ নামে একটি সিরিজের অভিনয় করেছেন তিনি, এটি তারই ট্রেলার। সিরিজটি নির্মাণ করেছেন মোস্তফা খান শিহান। এতে বাপ্পারাজ ছাড়া আরও অভিনয় করেছেন শাহেদ আলী, নাদিয়া হক, খালিদ হাসান রুমি প্রমুখ। শিগগিরই এটি মুক্তি পাবে।