বিনোদন ডেস্ক: তাসনিয়া ফারিণ ও ইয়াশ রোহান পরস্পরের জন্য বেশ ‘লাকী’। অন্তত তাদের ভক্তরা তাই মনে করেন। সম্প্রতি ইরানে ৪২ তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’। এই সিনেমার জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ডও জিতেছেন ফারিণ। ৬ বছর আগে এই সিনেমায় ফারিণের বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান।
২০২১ সালে ‘তিথির অসুখ’ নাটকের জন্য সমালোচকের রায়ে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন ফারিণ। সে নাটকেও তার বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান। তবে খুব বেশি কাজ একসঙ্গে করেননি ফারিণ-ইয়াশ। অনেকদিন পর আবারো দুজন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ‘এইদিন সেইদিন’ নাটকে। তরুণ নাট্যপরিচালক পথিক সাধন পরিচালিত এই নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান। এই নাটকের অন্যান্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, সমাপ্তি মাশুক সহ আরো অনেকে। নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক পথিক সাধন বলেন, অতীত আঁকড়ে থাকার নাম জীবন নয়। বরং সেইদিনের (অতীত) সবটুকু শক্তি নিয়ে এইদিন (বর্তমান) আলোকিত করার নামই জীবন-এই বার্তাই দেয়া হয়েছে আমাদের নাটকের মাধ্যমে। ফারিণ অতীত আর বর্তমানে সমান্তরালে চলতে চান। কিন্তু প্রকৃতি অস্বাভাবিকতা পছন্দ করেনা। আর এ ক্ষেত্রে রক্ষাকর্তার ভূমিকায় এগিয়ে আসেন ইয়াশ। ফারিণ-ইয়াশ সাবলীল অভিনয়ের মাধ্যমে এ নাটকে দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস। জানা গেছে, মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় এসবিই ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
অনেকদিন পর নাটকে জুটিবদ্ধ ফারিণ-ইয়াশ
ট্যাগস :
অনেকদিন পর নাটকে জুটিবদ্ধ ফারিণ-ইয়াশ
জনপ্রিয় সংবাদ


























