রফিকুল ইসলাম : কর্মহীন ক্লান্ত যুবক,দু’চোখের স্বপ্নগুলো ফেরারি
শুধু, দীর্ঘশ্বাসে পোড়ে পোষা লালিত চক্রবাক
হতাশার চোখে দেখে,বিষণ্নতার ধূসর আকাশ—
দূরে কোথাও ডেকে ডেকে উড়ে যায় কাক ।
ক্ষয়িষ্ণু চাঁদের ডাকে নিশ্বাস চুরি হয়ে যায়, যাক
সংশয় ভুলে প্রণয়ে আবার বসন্ত ফিরে পাক ।
শীত বিকেলে হিমপ্রবাহে আগুনের তাপ মেখে
বেলাশেষে পাখিদের ডাকে পাতা-ঝরা শুন্য শাখে ,
প্রজাপতি না আসুক তবুও অনুরাগে ফুটাবো মুকুল।
ঝলসিত অরণ্য ছুঁয়ে যাক আমাদের বসন্তের ফুল
যদি উর্বর জমিন থাকে, কেনো অনাবাদি রবে পড়ে …
তাতে বোধের বীজ বুনে স্বপ্নের অরণ্য যাবো গড়ে।