ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

অনুপ্রবেশ নিয়ে দিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টায় ঢাকা

  • আপডেট সময় : ০৯:০১:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিক ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ জন রোহিঙ্গাকে পুশইন (জোর করে ফেরত পাঠানো) করার খবর দিয়েছে দেশের গণমাধ্যম। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বাংলাদেশ।

বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলা সীমান্তে ভারত থেকে নাগরিকদের জোর করে ফেরত পাঠানো নিয়ে এক প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করব। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।
এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা-জানতে চাইলে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দৈনিক গাঁজা সেবনে হাঁপানির ঝুঁকি বাড়ে ৪৪ শতাংশ

অনুপ্রবেশ নিয়ে দিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টায় ঢাকা

আপডেট সময় : ০৯:০১:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিক ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ জন রোহিঙ্গাকে পুশইন (জোর করে ফেরত পাঠানো) করার খবর দিয়েছে দেশের গণমাধ্যম। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বাংলাদেশ।

বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলা সীমান্তে ভারত থেকে নাগরিকদের জোর করে ফেরত পাঠানো নিয়ে এক প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করব। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।
এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা-জানতে চাইলে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।