কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তের এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয়। মোজাফফর হোসেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বিজিবি জানায়, বাগভান্ডার বিওপির সীমানা পিলার ৯৫৭ এর কাছ দিয়ে দুজন ভারতীয় অনুপ্রবেশ করে বাংলাদেশের ভোটহাট বাজারে ঘোরাফেরা করছিলেন। বিজিবির একটি দল তাদের চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের ভেতরে পালিয়ে যান। অপরজনকে আটক করে বিজিবি। পরে ভারতীয় নাগরিক মোজাফফরকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করেন তারা।
























