ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

অনিশ্চয়তা কেটেছে, ‘কৃশ ৪’ নিয়ে ফিরছেন ঋত্বিক

  • আপডেট সময় : ০৮:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সব অনিশ্চয়তা কাটিয়ে কাজ শুরু হতে চলেছে ভারতের হিন্দি সিনেমার অভিনেতা হৃত্বিক রোশানের সিনেমা ‘কৃশ ৪’ এর; অভিনয়ের পাশাপাশি এই সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে চলেছে নায়কের। সুপারহিরো-অ্যাকশন ফ্রাঞ্জাইজির এই সিনেমাটির আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন রাকেশ। এবারের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন হৃত্বিকের বাবা পরিচালক প্রযোজক রাকেশ রোশান ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল ‘কৃশ ৪’ আসছে। কিন্তু কাজ বারবার পিছিয়েছে। রাকেশ সিনেমার জন্য বাজেট ধরেছেন ৭০০ কোটি রুপি। তাতেই নাকি বেঁকে বসেন প্রযোজকেরা। কোনো প্রযোজনা সংস্থা বিপুল পরিমাণ টাকা খরচ করতে এবং এত বড় ঝুঁকি নিতে রাজি নয়। ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির সূচনা ২০০৩ সালে। প্রথমটি সাড়া তোলা সিনেমা ‘কোই মিল গ্যায়া’; এরপর ২০০৬ সালে ‘কৃশ’ ও ২০১৩ সালে আসে ‘কৃশ ৩’। তিনটি সিনেমাই বক্স অফিসকে সন্তুষ্ট করেছে।

রাকেশ বলেন, “আমি এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব হৃত্বিকের হাতে তুলে দিয়েছি। ২২ বছর সামলেছি। এমন সব সময়ে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে আমার ছেলে উৎসাহ দিয়েছে আমাকে। নতুন সময়ের দর্শকদের রুচি নিয়ে তার ধারণা আছে। সে পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছে, এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় ঘটনা এবং আনন্দেরও। রাকেশ মনে করছেন, যশরাজ ফিল্মস প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় এবার ‘কৃষ ৪’ আরও বড় পরিসরে যাবে। তিনি বলেন, “হৃতিক আর আদিত্য নির্মাতা ও প্রযোজক হিসেবে কাজ করতে যাচ্ছে, যা অনেক বড় কিছুর স্বপ্ন দেখায়।” এই পরিচালকের ভাষ্য, “কৃশ ৪ এর মাধ্যমে এমন কিছু হতে চলছে যা আগে বলিউডে হয়নি। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো কিছু অভিজ্ঞতার যোগান দেবে।” তবে এ বছর নয়, ‘কৃশ ৪’ সিনেমার শুটিং গড়াতে সময় লাগবে আগামী বছর নাগাদ। সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে কিছু জানায়নি নির্মাতা টিম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিশ্চয়তা কেটেছে, ‘কৃশ ৪’ নিয়ে ফিরছেন ঋত্বিক

আপডেট সময় : ০৮:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক: সব অনিশ্চয়তা কাটিয়ে কাজ শুরু হতে চলেছে ভারতের হিন্দি সিনেমার অভিনেতা হৃত্বিক রোশানের সিনেমা ‘কৃশ ৪’ এর; অভিনয়ের পাশাপাশি এই সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে চলেছে নায়কের। সুপারহিরো-অ্যাকশন ফ্রাঞ্জাইজির এই সিনেমাটির আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন রাকেশ। এবারের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন হৃত্বিকের বাবা পরিচালক প্রযোজক রাকেশ রোশান ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল ‘কৃশ ৪’ আসছে। কিন্তু কাজ বারবার পিছিয়েছে। রাকেশ সিনেমার জন্য বাজেট ধরেছেন ৭০০ কোটি রুপি। তাতেই নাকি বেঁকে বসেন প্রযোজকেরা। কোনো প্রযোজনা সংস্থা বিপুল পরিমাণ টাকা খরচ করতে এবং এত বড় ঝুঁকি নিতে রাজি নয়। ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির সূচনা ২০০৩ সালে। প্রথমটি সাড়া তোলা সিনেমা ‘কোই মিল গ্যায়া’; এরপর ২০০৬ সালে ‘কৃশ’ ও ২০১৩ সালে আসে ‘কৃশ ৩’। তিনটি সিনেমাই বক্স অফিসকে সন্তুষ্ট করেছে।

রাকেশ বলেন, “আমি এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব হৃত্বিকের হাতে তুলে দিয়েছি। ২২ বছর সামলেছি। এমন সব সময়ে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে আমার ছেলে উৎসাহ দিয়েছে আমাকে। নতুন সময়ের দর্শকদের রুচি নিয়ে তার ধারণা আছে। সে পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছে, এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় ঘটনা এবং আনন্দেরও। রাকেশ মনে করছেন, যশরাজ ফিল্মস প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় এবার ‘কৃষ ৪’ আরও বড় পরিসরে যাবে। তিনি বলেন, “হৃতিক আর আদিত্য নির্মাতা ও প্রযোজক হিসেবে কাজ করতে যাচ্ছে, যা অনেক বড় কিছুর স্বপ্ন দেখায়।” এই পরিচালকের ভাষ্য, “কৃশ ৪ এর মাধ্যমে এমন কিছু হতে চলছে যা আগে বলিউডে হয়নি। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো কিছু অভিজ্ঞতার যোগান দেবে।” তবে এ বছর নয়, ‘কৃশ ৪’ সিনেমার শুটিং গড়াতে সময় লাগবে আগামী বছর নাগাদ। সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে কিছু জানায়নি নির্মাতা টিম।