বিনোদন ডেস্ক: গেল কয়েক বছর ধরেই আলোচনা চলছিল হৃতিক রোশন অভিনীত বহুল প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ নিয়ে। তবে দর্শক-অনুরাগীদের মনে বেশ কয়েকবার আশা জাগানোর পরেও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ। এবার জানা গেল, বাজেটই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ‘কৃষ ৪’ সিনেমাটির ক্ষেত্রে। জানা গেছে, ‘কৃষ ৪’র বাজেট এত বেশি যে ছবিটি নির্মাণ করতে রাজি নয় কোন প্রযোজক।
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনের অনুযায়ী জানা গেছে , ‘কৃষ ৪’র জন্য ৭০০ কোটি রুপি বাজেটের প্রয়োজন এবং কোন স্টুডিও এত টাকা বিনিয়োগ করার ঝুঁকি নিতে চাইছে না। প্রথমে হৃতিক রোশন তার বন্ধু পরিচালক সিদ্ধার্থ আনন্দকে ছবির জন্য প্রযোজনা সংস্থা খোঁজার দায়িত্ব দিয়েছিলেন। হৃতিকের বন্ধু এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিটি প্রযোজনা করার কথা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে যে, সিদ্ধার্থও এই প্রকল্প থেকে সরে গিয়েছেন।
সূত্রের খবর, শুধু সিদ্ধার্থ নন, ছবির পরিচালক করণ মালহোত্রাও ‘কৃষ ৪’ থেকে সরে গিয়েছেন। খবর অনুযায়ী, ‘মার্ভেল’ ছবির যুগে কোন স্টুডিও এত বড় বাজেট নিয়ে এগোতে চাইছেন না, তাইতো ‘কৃষ ৪’র নির্মাণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।