ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকলে সমস্যা সৃষ্টি করে: ফরহাদ

  • আপডেট সময় : ০৬:১২:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে, তাহলে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে।

শনিবার (০৩ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিয়েছি, মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে যেন নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার গঠন করতে পারে তার জন্য আমরা সবসময় চেষ্টা করছি। আমরা উনার কাছে (ড. ইউনূস) এটাই আশা করি, আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন একটা ভোট দেখতে পেরেছি। আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি, আমার ভোট কেউ টাকা দিয়ে কিনতে পারেনি, আমি আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সরকার গঠন করতে পেরেছি।

কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২ টিতে একমত, ২৬টিতে একমত নয় এবং ২৮টিতে আংশিক একমত হয়েছে বলে জানান এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে আমরা সবগুলোতে একমত হয়েছি। দেশ গঠন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ধরনের সহযোগিতা চান আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় অবশ্যই করবো।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকলে সমস্যা সৃষ্টি করে: ফরহাদ

আপডেট সময় : ০৬:১২:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে, তাহলে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে।

শনিবার (০৩ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিয়েছি, মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে যেন নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার গঠন করতে পারে তার জন্য আমরা সবসময় চেষ্টা করছি। আমরা উনার কাছে (ড. ইউনূস) এটাই আশা করি, আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন একটা ভোট দেখতে পেরেছি। আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি, আমার ভোট কেউ টাকা দিয়ে কিনতে পারেনি, আমি আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সরকার গঠন করতে পেরেছি।

কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২ টিতে একমত, ২৬টিতে একমত নয় এবং ২৮টিতে আংশিক একমত হয়েছে বলে জানান এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে আমরা সবগুলোতে একমত হয়েছি। দেশ গঠন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ধরনের সহযোগিতা চান আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় অবশ্যই করবো।