প্রত্যাশা ডেস্ক : বিশ্বের অনিরাপদ শহরগুলোর তালিকায় সপ্তম রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দ্য ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের ‘সেইফ সিটি ইনডেক্স’-এ উঠে এসেছে এমন তথ্য। ২০২১ সালের সূচকে ৪৮ দশমিক ৪ স্কোর নিয়ে ৬০টি নগরীর মধ্যে ৫৪তম স্থানে রয়েছে ঢাকা।
মোট ৭৬টি নিয়ামকের ভিত্তিতে এই তালিকার ক্রম সাজানো হয়েছে। এর মধ্যে অবকাঠামো, স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত ও পরিবেশগত সুরক্ষা এবং ডিজিটাল পরিস্থিতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ, এই নিয়ামকগুলোর দুর্বল অবস্থানের ফলেই তালিকার একেবারে নিচের দিকে এসেছে ঢাকার নাম। ৮২ দশমিক ৪ স্কোর নিয়ে তালিকার প্রথমেই রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নাম। দ্বিতীয় অবস্থানে রয়েছে কানাডার টরোন্টো। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর, সিডনি ও টোকিও। শীর্ষ দশে থাকা বাকি শহরগুলো হচ্ছে যথাক্রমে আমস্টারডাম, ওয়েলিংটন, হংকং, মেলবোর্ন ও স্টকহোম। সূচকে সবার নিচে, অর্থাৎ ৬০ তম স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুনের নাম। ঢাকার নিচে থাকা বাকি শহরগুলো হচ্ছে যথাক্রমে ক্যাসাব্ল্যাঙ্কা, লাগোস, কায়রো, কারাকাস ও করাচি। ভারতের দিল্লি ও মুম্বাই রয়েছে যথাক্রমে ৪৮ ও ৫০ নম্বরে। সামগ্রিক সূচকে ৫৪তম স্থানে থাকলেও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঢাকার অবস্থান ৫৬তম। স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে ৫২তম, অবকাঠামোর ক্ষেত্রে ৫৫তম, ব্যক্তি নিরাপত্তার ক্ষেত্রে ৫৪তম এবং পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে ঢাকার অবস্থান ৪৭তম।
অনিরাপদ শহরের সূচকে সপ্তম ঢাকা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ