ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
অনিয়মের অভিযোগে আটকে গেল দুই উপনির্বাচনের গেজেট

অনিয়মের অভিযোগে আটকে গেল দুই উপনির্বাচনের গেজেট

  • আপডেট সময় : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানিয়ে বলেন, “আইনে আছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ এলে, কমিশন গেজেট প্রকাশ স্থগিত রেখে তদন্তের জন্য নির্দেশ দিতে পারে। সে অনুযায়ী তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।”
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এমন পরিস্থিতিতে তদন্ত প্রতিবেদনে ভোট কারচুপির অভিযোগ প্রমাণতি হলে কমিশন নির্বাচন বাতিল বা সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারে।
নৌকায় সিল মারা আজাদ ছাত্রলীগ নয়, শিবির কর্মী: পিংকু: প্রাথমিকভাবে জানা গেছে, যে ব্যক্তি সিল মেরেছেন তার নাম আজাদ হোসেন। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তবে সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। এই আজাদকে এখন ‘শিবির কর্মী’ বলে দাবি করছেন উপ-নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু। মঙ্গলবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পিংকু। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আজাদকে ‘শিবির কর্মী‘ দাবি করেন তিনি। পিংকু বলেন, ‘আজাদ ছাত্রলীগের কেউ নন, তিনি শিবিরের লোক। এর আগে বিতর্কিত কাজ করেছেন যে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। শিবির করার অভিযোগেই তাকে এর আগে বহিষ্কার করা হয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের বিতর্কিত করার জন্য আজাদ টাকার বিনিময়ে এ কাজ করেছেন। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এ কাজ করা হয়েছে।’
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনিয়মের অভিযোগে আটকে গেল দুই উপনির্বাচনের গেজেট

অনিয়মের অভিযোগে আটকে গেল দুই উপনির্বাচনের গেজেট

আপডেট সময় : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানিয়ে বলেন, “আইনে আছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ এলে, কমিশন গেজেট প্রকাশ স্থগিত রেখে তদন্তের জন্য নির্দেশ দিতে পারে। সে অনুযায়ী তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।”
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এমন পরিস্থিতিতে তদন্ত প্রতিবেদনে ভোট কারচুপির অভিযোগ প্রমাণতি হলে কমিশন নির্বাচন বাতিল বা সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারে।
নৌকায় সিল মারা আজাদ ছাত্রলীগ নয়, শিবির কর্মী: পিংকু: প্রাথমিকভাবে জানা গেছে, যে ব্যক্তি সিল মেরেছেন তার নাম আজাদ হোসেন। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তবে সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। এই আজাদকে এখন ‘শিবির কর্মী’ বলে দাবি করছেন উপ-নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু। মঙ্গলবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পিংকু। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আজাদকে ‘শিবির কর্মী‘ দাবি করেন তিনি। পিংকু বলেন, ‘আজাদ ছাত্রলীগের কেউ নন, তিনি শিবিরের লোক। এর আগে বিতর্কিত কাজ করেছেন যে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। শিবির করার অভিযোগেই তাকে এর আগে বহিষ্কার করা হয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের বিতর্কিত করার জন্য আজাদ টাকার বিনিময়ে এ কাজ করেছেন। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এ কাজ করা হয়েছে।’
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।