ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

অনিকের নতুন সিনেমায় ভাবনা

  • আপডেট সময় : ১২:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: গত বছর ‘ইতি চিত্রা’ দিয়ে নির্মাতা হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেছেন রাইসুল ইসলাম অনিক। এটি মুক্তির পরপরই সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে। চলতি বছরের শুরুতে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এ তরুণ নির্মাতা। সিনেমার নাম ‘চারুলতা’। ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। নিউমার্কেটের সঙ্গে জড়িত চার বন্ধুর গল্প দেখা যাবে এতে। অভিনয় করবেন আশনা হাবিব ভাবনা, রাকিব হোসেন ইভন, মোহাইমিন ইসলাম গল্প প্রমুখ। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হবে মোহাইমিন ইসলাম গল্পের। তিনি অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে। নির্মাতা অনিক বলেন, ‘নিউমার্কেট এলাকার ঘটনাগুলোই গল্পে উঠে আসবে। তাদের জীবনসংগ্রামটাই এ সিনেমার উপজীব্য। তাই নিউমার্কেট এলাকায় এর শুটিং হবে। সিনেমার নাম যেহেতু চারুলতা, তাই তাকে ঘিরেই এগোবে গল্প। ১৫ তারিখের পর থেকে ক্যামেরা ওপেন করার ইচ্ছা আছে।’ নতুন এ সিনেমা নিয়ে অভিনেত্রী ভাবনা বলেন, ‘গল্পটা শুনেই আমার ভালো লেগেছে। আমার চরিত্রটাও বেশ মজার। নি¤œবিত্ত পরিবারের একটা মেয়ে, যে নিউমার্কেটে চুরির দোকান নিয়ে বসে। সেই মেয়েটির জীবনের গল্প দেখানো হবে সিনেমায়।’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দিন খান, মাহবুব সুমন ও অনিক। নির্মাতা জানান, আগামী কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা হচ্ছে চারুলতার। মুক্তির আগে কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হবে সিনেমাটির। ‘চারুলতা’ কাজ শেষে পর তরুণ এ নির্মাতা আরও পর্যায়ক্রমে দুইটি সিনেমার কাজে হাত দেবেন। এগুলো হচ্ছে ‘ফুরিয়ে যাওয়া আলো’ ও ‘রণযোদ্ধা (নৌকমান্ড, আগস্ট ১৯৭১)’।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অনিকের নতুন সিনেমায় ভাবনা

আপডেট সময় : ১২:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

বিনোদন প্রতিবেদক: গত বছর ‘ইতি চিত্রা’ দিয়ে নির্মাতা হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেছেন রাইসুল ইসলাম অনিক। এটি মুক্তির পরপরই সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে। চলতি বছরের শুরুতে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এ তরুণ নির্মাতা। সিনেমার নাম ‘চারুলতা’। ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। নিউমার্কেটের সঙ্গে জড়িত চার বন্ধুর গল্প দেখা যাবে এতে। অভিনয় করবেন আশনা হাবিব ভাবনা, রাকিব হোসেন ইভন, মোহাইমিন ইসলাম গল্প প্রমুখ। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হবে মোহাইমিন ইসলাম গল্পের। তিনি অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে। নির্মাতা অনিক বলেন, ‘নিউমার্কেট এলাকার ঘটনাগুলোই গল্পে উঠে আসবে। তাদের জীবনসংগ্রামটাই এ সিনেমার উপজীব্য। তাই নিউমার্কেট এলাকায় এর শুটিং হবে। সিনেমার নাম যেহেতু চারুলতা, তাই তাকে ঘিরেই এগোবে গল্প। ১৫ তারিখের পর থেকে ক্যামেরা ওপেন করার ইচ্ছা আছে।’ নতুন এ সিনেমা নিয়ে অভিনেত্রী ভাবনা বলেন, ‘গল্পটা শুনেই আমার ভালো লেগেছে। আমার চরিত্রটাও বেশ মজার। নি¤œবিত্ত পরিবারের একটা মেয়ে, যে নিউমার্কেটে চুরির দোকান নিয়ে বসে। সেই মেয়েটির জীবনের গল্প দেখানো হবে সিনেমায়।’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দিন খান, মাহবুব সুমন ও অনিক। নির্মাতা জানান, আগামী কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা হচ্ছে চারুলতার। মুক্তির আগে কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হবে সিনেমাটির। ‘চারুলতা’ কাজ শেষে পর তরুণ এ নির্মাতা আরও পর্যায়ক্রমে দুইটি সিনেমার কাজে হাত দেবেন। এগুলো হচ্ছে ‘ফুরিয়ে যাওয়া আলো’ ও ‘রণযোদ্ধা (নৌকমান্ড, আগস্ট ১৯৭১)’।