ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

অনাবাদি ৫ লাখ হেক্টর জমি আবাদের উদ্যোগ

  • আপডেট সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা : সিলেট অঞ্চলের অন্তত ৫ লাখ হেক্টর অনাবাদি জমি আবাদের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মাঠ পর্যায়ে জোরদার কার্যক্রম শুরু হয়ে। বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে ফসল উৎপাদন বাড়াতে সরকারের এই উদ্যোগ বলে জানা গেছে। চলছে কৃষকদের নিয়ে সভাসমাবেশ। মৌলভীবাজারের কুলাউড়ায় ইতোমধ্যে কৃষকদের উদ্বুদ্ধ করতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই বিষয়ে আগামী ৩১ অক্টোবর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন ভুঁইয়া এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবেলা করতে খাদ্য উৎপাদন বাড়াতে নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যে আমরা অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আগামী ৩১ অক্টোবর সিলেট বিভাগের সকল জেলা প্রশাসকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে সভায় বসছি। উনাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম হাতে নেওয়া হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন খান এ বিষয়ে বলেন, সিলেট অঞ্চলে বিপুল পরিমাণ জমি মৌসুমভিত্তিক অনাবাদি পড়ে থাকে। এরমধ্যে আউশ মৌসুমে প্রায় ৫ লাখ হেক্টর, আমন মৌসুমে প্রায় ২ লাখ হেক্টর ও বোরো মৌসুমে প্রায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মৌলভীবাজার জেলার অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসার জন্য মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার কুলাউড়ায় কৃষকদের নিয়ে একটি উদ্ভুদ্ধকরণ সভা করেছি। এছাড়া ৭ উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে জোরদার কার্যক্রম শুরু করার জন্য বলা হয়েছে। প্রয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অর্থের যোগান দিয়ে এই কর্মসূচি সফল করার জন্য বলা হয়েছে।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার কুলাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এক কৃষক সমাবেশে আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের পরিচালনায় উক্ত সভায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেছেন, ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে বাস্তবায়ন করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনাবাদি পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসতে হবে। সেচ ও জলাবদ্ধতার সমাধান করে কৃষিতে শতভাগ সাফল্য অর্জন করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সূচনা প্রতিনিধি মনোজ কান্তি দাস ও বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত আশীষ পাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

অনাবাদি ৫ লাখ হেক্টর জমি আবাদের উদ্যোগ

আপডেট সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

মৌলভীবাজার সংবাদদাতা : সিলেট অঞ্চলের অন্তত ৫ লাখ হেক্টর অনাবাদি জমি আবাদের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মাঠ পর্যায়ে জোরদার কার্যক্রম শুরু হয়ে। বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে ফসল উৎপাদন বাড়াতে সরকারের এই উদ্যোগ বলে জানা গেছে। চলছে কৃষকদের নিয়ে সভাসমাবেশ। মৌলভীবাজারের কুলাউড়ায় ইতোমধ্যে কৃষকদের উদ্বুদ্ধ করতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই বিষয়ে আগামী ৩১ অক্টোবর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন ভুঁইয়া এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবেলা করতে খাদ্য উৎপাদন বাড়াতে নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যে আমরা অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আগামী ৩১ অক্টোবর সিলেট বিভাগের সকল জেলা প্রশাসকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে সভায় বসছি। উনাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম হাতে নেওয়া হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন খান এ বিষয়ে বলেন, সিলেট অঞ্চলে বিপুল পরিমাণ জমি মৌসুমভিত্তিক অনাবাদি পড়ে থাকে। এরমধ্যে আউশ মৌসুমে প্রায় ৫ লাখ হেক্টর, আমন মৌসুমে প্রায় ২ লাখ হেক্টর ও বোরো মৌসুমে প্রায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মৌলভীবাজার জেলার অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসার জন্য মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার কুলাউড়ায় কৃষকদের নিয়ে একটি উদ্ভুদ্ধকরণ সভা করেছি। এছাড়া ৭ উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে জোরদার কার্যক্রম শুরু করার জন্য বলা হয়েছে। প্রয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অর্থের যোগান দিয়ে এই কর্মসূচি সফল করার জন্য বলা হয়েছে।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার কুলাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এক কৃষক সমাবেশে আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের পরিচালনায় উক্ত সভায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেছেন, ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে বাস্তবায়ন করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনাবাদি পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসতে হবে। সেচ ও জলাবদ্ধতার সমাধান করে কৃষিতে শতভাগ সাফল্য অর্জন করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সূচনা প্রতিনিধি মনোজ কান্তি দাস ও বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত আশীষ পাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ প্রমুখ।