ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

অনলাইন থেকে অফলাইনে ৪২ জন নারী উদ্যোক্তা

  • আপডেট সময় : ১১:৫১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক : রাজধানীর উত্তরার হোয়াইট হলে অফলাইনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘ড্রিমি এন্টারপ্রেনারস’ মেলা। বিভিন্ন ক্যাটাগরির পণ্য নিয়ে ৪২ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তেইশটি স্টলে ছিল হস্তশিল্প, কারুকার্য, বাঁশের তৈরি পণ্য, হাতে বানানো পোশাক, হোম মেড ফুড, জুয়েলারি সামগ্রী, অর্গানিক পণ্য, ঐতিহ্যবাহী খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা।
২০১৯ সাল থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রচারের লক্ষ্যে অনলাইনভিত্তিক গ্রুপ ‘ড্রিমি এন্টারপ্রেনারস’ কাজ করে আসছে। ক্রেতাদের আরও কাছে পৌঁছতে অফলাইনের এই আয়োজন করা হয়। আয়োজন প্রসঙ্গে গ্রুপটির প্রতিষ্ঠাতা কাওসার সুজন বলেন, ‘যে নারীরা নতুন কিছু করার চেষ্টা করেন, তাদের জন্যই মূলত এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু করি। ভবিষ্যতে দেশের বিভিন্ন জায়গায় এলাকাভিত্তিক এমন আয়োজন করতে চাই।’
ঘরে তৈরি খাবার নিয়ে মেলায় অংশ নিয়েছিলেন উদ্যোক্তা মাহমুদা ফিরোজ। তিনি বলেন, মেলায় ভালোই সাড়া পেয়েছি। অনেকেই দূরদূরান্ত থেকে মেলায় এসেছেন।’
প্রথমবারের মতো অনলাইন থেকে অফলাইনে অংশগ্রহণ করেছেন উদ্যোক্তা মাকসুরা নিশি। কাঠ দিয়ে তৈরি আংটি, হিজাব পিন, মালাসহ নানা ধরনের গয়না দিয়ে সাজানো স্টল ‘বসন’ সম্পর্কে তিনি বলেন, ‘আমি প্রায় তিন বছর ধরে ব্যবসা করে আসছি। প্রথমবার আসাতে ভয় থাকলেও তা এখন ভালো লাগায় পরিণত হচ্ছে। অনলাইনের ক্রেতারা অফলাইনে খুঁজে কেনাকাটা করছেন, যা আমার মতো নতুনদের অনুপ্রাণিত করে।’ গ্রুপটির প্রধান অ্যাডভাইজার সাদিয়া রহমান সূচি বলেন, ‘প্রথমবারের মতো ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সফল মিলন মেলার আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। ক্রেতা ও বিক্রেতাদের আগমনে সকাল থেকেই মেলাটি জমজমাট ছিল।’ মেলার অনলাইন মিডিয়া পার্টনার ছিল বাংলা ট্রিবিউন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অনলাইন থেকে অফলাইনে ৪২ জন নারী উদ্যোক্তা

আপডেট সময় : ১১:৫১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

নারী ও শিশু ডেস্ক : রাজধানীর উত্তরার হোয়াইট হলে অফলাইনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘ড্রিমি এন্টারপ্রেনারস’ মেলা। বিভিন্ন ক্যাটাগরির পণ্য নিয়ে ৪২ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তেইশটি স্টলে ছিল হস্তশিল্প, কারুকার্য, বাঁশের তৈরি পণ্য, হাতে বানানো পোশাক, হোম মেড ফুড, জুয়েলারি সামগ্রী, অর্গানিক পণ্য, ঐতিহ্যবাহী খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা।
২০১৯ সাল থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রচারের লক্ষ্যে অনলাইনভিত্তিক গ্রুপ ‘ড্রিমি এন্টারপ্রেনারস’ কাজ করে আসছে। ক্রেতাদের আরও কাছে পৌঁছতে অফলাইনের এই আয়োজন করা হয়। আয়োজন প্রসঙ্গে গ্রুপটির প্রতিষ্ঠাতা কাওসার সুজন বলেন, ‘যে নারীরা নতুন কিছু করার চেষ্টা করেন, তাদের জন্যই মূলত এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু করি। ভবিষ্যতে দেশের বিভিন্ন জায়গায় এলাকাভিত্তিক এমন আয়োজন করতে চাই।’
ঘরে তৈরি খাবার নিয়ে মেলায় অংশ নিয়েছিলেন উদ্যোক্তা মাহমুদা ফিরোজ। তিনি বলেন, মেলায় ভালোই সাড়া পেয়েছি। অনেকেই দূরদূরান্ত থেকে মেলায় এসেছেন।’
প্রথমবারের মতো অনলাইন থেকে অফলাইনে অংশগ্রহণ করেছেন উদ্যোক্তা মাকসুরা নিশি। কাঠ দিয়ে তৈরি আংটি, হিজাব পিন, মালাসহ নানা ধরনের গয়না দিয়ে সাজানো স্টল ‘বসন’ সম্পর্কে তিনি বলেন, ‘আমি প্রায় তিন বছর ধরে ব্যবসা করে আসছি। প্রথমবার আসাতে ভয় থাকলেও তা এখন ভালো লাগায় পরিণত হচ্ছে। অনলাইনের ক্রেতারা অফলাইনে খুঁজে কেনাকাটা করছেন, যা আমার মতো নতুনদের অনুপ্রাণিত করে।’ গ্রুপটির প্রধান অ্যাডভাইজার সাদিয়া রহমান সূচি বলেন, ‘প্রথমবারের মতো ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সফল মিলন মেলার আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। ক্রেতা ও বিক্রেতাদের আগমনে সকাল থেকেই মেলাটি জমজমাট ছিল।’ মেলার অনলাইন মিডিয়া পার্টনার ছিল বাংলা ট্রিবিউন।