গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দুই দিনের অনলাইন কর্মশালা শেষ হয়েছে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে। গতকাল সোমবার কর্মশালার শেষে দিনে মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব মো. মখলেছুর রহমান, যুগ্ম সচিব আয়েশা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক মাসরুর জামান সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কর্মশালায় যায়যায় দিনের এস এম নজরুল ইসলাম. কালেরকন্ঠের প্রসূন মন্ডল, সমকালের মনোজ সাহা, এসএ টিভির বাদল সাহা, আর টিভির আব্দুল্লাহ আল মামুনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৩০জন সাংবাদিক অংশ নেন।