নিজস্ব প্রতিবেদক : এখন থেকে ব্যাংকের শাখায় না এসে, অনলাইনে খোলা যাবে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের হিসাব। নতুন এই সেবার মাধ্যমে দেশের যেকোন নাগরিক সাউথ বাংলা ব্যাংকের ওয়েব সাইট অথবা গুগল প্লেস্টোর থেকে ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র ও ছবি শনাক্তকরণের মাধ্যমে দ্রুত ও সহজে ব্যাংক হিসাব খুলতে পারবেন। গতকাল শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ই-কেওয়াইসি স্যলিউশন ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ’র উপ-প্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবেলা’ শীর্ষক কর্মশালা এবং ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- বিএফআইইউ’র উপমহাব্যবস্থাপক কামাল হোসেন ও মো. মাসুদ রানা এবং যুগ্মপরিচালক মো. রোকন-উজ-জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মো. কামাল উদ্দিন প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় এসবিএসি ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও বামেলকো এবং নির্বাহীরা অনলাইন কনফারেন্সে যুক্ত ছিলেন।
মহামারীর কারণে ঋণ পরিশোধে ছাড়
নিজস্ব প্রতিবেদক : অর্থনীতির উপর করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধের ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় চলতি বছরে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাংকগুলোর যা পাওনা থাকবে, তার ২৫ শতাংশ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলেই হবে। বাকি ৭৫ শতাংশ পরের এক বছরের মধ্যে পরিশোধ করতে পারবে। অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে কিস্তি পাবে, এর ২৫ শতাংশ ডিসেম্বর মাসের শেষ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। যে ব্যবসা প্রতিষ্ঠান পুরো বছরের পাওনার ২৫ শতাংশ টাকা দিতে পারে, তাহলে ব্যাংক আর সেই ব্যবসা প্রতিষ্ঠানকে বিরূপমানে শ্রেণিকরণ করতে পারবে না। বৃহস্পতিবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়েছে। এ বিষয়ে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা খারাপ। তারা ব্যাংক থেকে নেওয়া টাকা ফেরত দিতে পারছে না। তা মাথায় রেখেই বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। তবে আরও বেশি সময় দেওয়া দরকার ছিল বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এবিবির সাবেক সভাপতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর বলেন,“ব্যাংকগুলোর হিসাব খাতা এবং সম্পদ খারাপ হয়ে যাচ্ছে। সব কিছু বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক একটি ব্যালেন্সড সিদ্ধান্ত নিয়েছে। যাতে ব্যবসাগুলো বাঁচে এবং ব্যাংকগুলো বেঁচে যায়।”
অনলাইনে খোলা যাবে সাউথ বাংলা ব্যাংকের হিসাব
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ