ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

অনন্য মামুনের সিনেমার প্রিমিয়ার যুক্তরাষ্ট্রে

  • আপডেট সময় : ১০:২০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে সিনেমা বানিয়েছেন পরিচালক অনন্য মামুন। নাম ‘রেডিও’। সেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও জাকিয়া বারী মম। সেই ছবির প্রিমিয়ার হতে চলেছেন আমেরিকার লাসভেগাসের এসএবিসি ফিল্ম ফেস্টিভ্যালে।
ঢাকাটাইমসকে এই তথ্য অনন্য মামুন নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘জুলাইয়ের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাসভেগাসে এনএবিসি ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানেই আমার ‘রেডিও’ সিনেমাটির প্রিমিয়ার হবে।’
কয়েক মাস কয়েক আগে মানিকগঞ্জের পদ্মা তীরবর্তী প্রত্যন্ত চরে ‘রেডিও’র শুটিং হয়। সত্তরের দশকের শুরুর দিকের পেক্ষাপট নিয়ে সিনেমাটির গল্প।। ওই সময়ে রেডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে গল্প।
এই সিনেমায় একজন স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন রিয়াজ। তার বিপরীতে রয়েছেন মম। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর ফের একসঙ্গে কাজ করলেন এই দুই তারকা। ২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনির দ্বীপ’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন রিয়াজ-মম।
এ জুটির নতুন ছবি ‘রেডিও’ প্রযোজনা করছে তরঙ্গ প্রোডাকশন। এ ছবিতে রিয়াজ-মম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, প্রাণ রায়সহ আরও অনেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনন্য মামুনের সিনেমার প্রিমিয়ার যুক্তরাষ্ট্রে

আপডেট সময় : ১০:২০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

বিনোদন প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে সিনেমা বানিয়েছেন পরিচালক অনন্য মামুন। নাম ‘রেডিও’। সেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও জাকিয়া বারী মম। সেই ছবির প্রিমিয়ার হতে চলেছেন আমেরিকার লাসভেগাসের এসএবিসি ফিল্ম ফেস্টিভ্যালে।
ঢাকাটাইমসকে এই তথ্য অনন্য মামুন নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘জুলাইয়ের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাসভেগাসে এনএবিসি ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানেই আমার ‘রেডিও’ সিনেমাটির প্রিমিয়ার হবে।’
কয়েক মাস কয়েক আগে মানিকগঞ্জের পদ্মা তীরবর্তী প্রত্যন্ত চরে ‘রেডিও’র শুটিং হয়। সত্তরের দশকের শুরুর দিকের পেক্ষাপট নিয়ে সিনেমাটির গল্প।। ওই সময়ে রেডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে গল্প।
এই সিনেমায় একজন স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন রিয়াজ। তার বিপরীতে রয়েছেন মম। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর ফের একসঙ্গে কাজ করলেন এই দুই তারকা। ২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনির দ্বীপ’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন রিয়াজ-মম।
এ জুটির নতুন ছবি ‘রেডিও’ প্রযোজনা করছে তরঙ্গ প্রোডাকশন। এ ছবিতে রিয়াজ-মম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, প্রাণ রায়সহ আরও অনেকে।