ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

অধিনায়কের সেরার মুকুট নিজের মাথায় নিলেন রিজওয়ান

  • আপডেট সময় : ১২:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : চলতি এশিয়া কাপ স্বপ্নের মতো কাটছে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। অন্যদিকে ব্যাট হাতে একদমই রান পাচ্ছেন না রিজওয়ানের অধিনায়ক বাবর আজম। যার প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়েও। নিজ দলের অধিনায়ক বাবরকে সরিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছেন রিজওয়ান। সবশেষ আপডেট অনুযায়ী ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন এ ডানহাতি ওপেনার। এটিই তার ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্ট। ভারতের কাছে হেরে যাত্রা শুরু করলেও হংকং ও ভারতকে (সুপার ফোরে) হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে পাকিস্তান। দলের জেতা দুই ম্যাচে ৭৮ ও ৭১ রানের ইনিংস খেলেছেন রিজওয়ান। সবমিলিয়ে তিন ম্যাচে ১৯২ রান করে তিনিই এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। রিজওয়ান যতটা ভালো করেছেন, বাবর হতাশ করেছেন ততটাই। এশিয়া কাপ শুরুর আগে ৮১৮ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন বাবর। টানা তিন ম্যাচের ব্যর্থতায় ২৪ পয়েন্ট খুইয়ে ৭৯৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের অধিনায়ক। বাবর আজম ও মিসবাহ উল হকের পর তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন রিজওয়ান। তিনি শীর্ষে ওঠার আগে ১১৫৫ দিন টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ের এক নম্বর স্থান দখলে রেখেছিলেন বাবর। ব্যাটিং র‌্যাংকিংয়ে অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কার নাম। শেষ তিন ম্যাচে ২০, ৩৫ ও ৫২ রান করে এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন এ ডানহাতি তরুণ ওপেনার। এছাড়া আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে। বোলিংয়ে তিন ধাপ এগিয়ে আকিল হোসেনের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ স্থানে উঠেছেন মুজিব উর রহমান। শ্রীলঙ্কার অফস্পিনার মহেশ থিকশানা কিপটে বোলিংয়ে পাঁচ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন আট নম্বরে। পাকিস্তানের শাদাব খান এক ধাপ গিয়ে উঠেছেন ১৪ নম্বরে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধিনায়কের সেরার মুকুট নিজের মাথায় নিলেন রিজওয়ান

আপডেট সময় : ১২:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : চলতি এশিয়া কাপ স্বপ্নের মতো কাটছে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। অন্যদিকে ব্যাট হাতে একদমই রান পাচ্ছেন না রিজওয়ানের অধিনায়ক বাবর আজম। যার প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়েও। নিজ দলের অধিনায়ক বাবরকে সরিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছেন রিজওয়ান। সবশেষ আপডেট অনুযায়ী ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন এ ডানহাতি ওপেনার। এটিই তার ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্ট। ভারতের কাছে হেরে যাত্রা শুরু করলেও হংকং ও ভারতকে (সুপার ফোরে) হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে পাকিস্তান। দলের জেতা দুই ম্যাচে ৭৮ ও ৭১ রানের ইনিংস খেলেছেন রিজওয়ান। সবমিলিয়ে তিন ম্যাচে ১৯২ রান করে তিনিই এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। রিজওয়ান যতটা ভালো করেছেন, বাবর হতাশ করেছেন ততটাই। এশিয়া কাপ শুরুর আগে ৮১৮ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন বাবর। টানা তিন ম্যাচের ব্যর্থতায় ২৪ পয়েন্ট খুইয়ে ৭৯৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের অধিনায়ক। বাবর আজম ও মিসবাহ উল হকের পর তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন রিজওয়ান। তিনি শীর্ষে ওঠার আগে ১১৫৫ দিন টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ের এক নম্বর স্থান দখলে রেখেছিলেন বাবর। ব্যাটিং র‌্যাংকিংয়ে অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কার নাম। শেষ তিন ম্যাচে ২০, ৩৫ ও ৫২ রান করে এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন এ ডানহাতি তরুণ ওপেনার। এছাড়া আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে। বোলিংয়ে তিন ধাপ এগিয়ে আকিল হোসেনের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ স্থানে উঠেছেন মুজিব উর রহমান। শ্রীলঙ্কার অফস্পিনার মহেশ থিকশানা কিপটে বোলিংয়ে পাঁচ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন আট নম্বরে। পাকিস্তানের শাদাব খান এক ধাপ গিয়ে উঠেছেন ১৪ নম্বরে।