ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

অতি বৃষ্টিতে ডুবে গেল বাজার

  • আপডেট সময় : ১২:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ২১৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা : টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা বাজারসহ পার্শ্ববর্তী এলাকার ঘর-বাড়িতে পানি উঠেছে। এতে ভেসে গেছে অনেক পুকুর। গতকার বুধবার সকালে বাজারের পাশের দলাই নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে পানি প্রবেশ করে মঙ্গলকাটা বাজার ও আশপাশের এলাকা এবং পুকুর তলিয়ে যায়। স্থানীয়রা জানান, হঠাৎ পানি আসায় বাজারের দোকানগুলোতে থাকা মালামাল ও পুকুরের মাছ ভেসে গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন ধরে সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত হচ্ছে এতে মঙ্গলকাটা বাজারের পাশে থাকা দলাই নদীর বেড়িবাঁধ ভেঙে মঙ্গলকাটা বাজার, পার্শ্ববর্তী ঘর-বাড়ি ও পুকুর ডুবে যায়। এতে পুকুরের মাছ ভেসে যায় আশপাশ এলাকায়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী জহুর আলী জানান, সকালে তাৎক্ষণিকভাবে পাহাড়ি ঢল আসে। এতে মঙ্গলকাটা বাজার সংলগ্ন দলাই নদীর বেড়িবাঁধ ভেঙে বাজারে পানি প্রবেশ করে অনেক দোকানে পানি প্রবেশ করে। এতে ব্যবসায়ীদের মালপত্র নষ্ট হয়। আমার দোকানের অনেক মালপত্রও ভিজে নষ্ট হয়ে গেছে। এদিকে মঙ্গলকাটা গ্রামের অনেকগুলো পুকুর ডুবে গেছে। এতে কয়েক লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। পার্শ্ববর্তী এলাকার ৫০টি বাড়িতে পানি ওঠে। মাছ চাষি আকরাম আলী বলেন, হঠাৎ দলাই নদীর পাড় ভেঙে পাহাড়ি ঢলে ভেসে গেছে আমাদের পুকুরের সব মাছ। এতে আমাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুকশেদ আলী জানান, হঠাৎ পানি বেড়ে গিয়ে মঙ্গলকাটা বাজারের অনেক দোকানে পানি উঠেছে। ইউনিয়নের অনেক মানুষের ঘরে পানি উঠেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। মঙ্গলকাটা বাজারসহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ-খবর নিয়েছি। চেষ্টা করছি ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অতি বৃষ্টিতে ডুবে গেল বাজার

আপডেট সময় : ১২:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

সুনামগঞ্জ সংবাদদাতা : টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা বাজারসহ পার্শ্ববর্তী এলাকার ঘর-বাড়িতে পানি উঠেছে। এতে ভেসে গেছে অনেক পুকুর। গতকার বুধবার সকালে বাজারের পাশের দলাই নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে পানি প্রবেশ করে মঙ্গলকাটা বাজার ও আশপাশের এলাকা এবং পুকুর তলিয়ে যায়। স্থানীয়রা জানান, হঠাৎ পানি আসায় বাজারের দোকানগুলোতে থাকা মালামাল ও পুকুরের মাছ ভেসে গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন ধরে সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত হচ্ছে এতে মঙ্গলকাটা বাজারের পাশে থাকা দলাই নদীর বেড়িবাঁধ ভেঙে মঙ্গলকাটা বাজার, পার্শ্ববর্তী ঘর-বাড়ি ও পুকুর ডুবে যায়। এতে পুকুরের মাছ ভেসে যায় আশপাশ এলাকায়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী জহুর আলী জানান, সকালে তাৎক্ষণিকভাবে পাহাড়ি ঢল আসে। এতে মঙ্গলকাটা বাজার সংলগ্ন দলাই নদীর বেড়িবাঁধ ভেঙে বাজারে পানি প্রবেশ করে অনেক দোকানে পানি প্রবেশ করে। এতে ব্যবসায়ীদের মালপত্র নষ্ট হয়। আমার দোকানের অনেক মালপত্রও ভিজে নষ্ট হয়ে গেছে। এদিকে মঙ্গলকাটা গ্রামের অনেকগুলো পুকুর ডুবে গেছে। এতে কয়েক লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। পার্শ্ববর্তী এলাকার ৫০টি বাড়িতে পানি ওঠে। মাছ চাষি আকরাম আলী বলেন, হঠাৎ দলাই নদীর পাড় ভেঙে পাহাড়ি ঢলে ভেসে গেছে আমাদের পুকুরের সব মাছ। এতে আমাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুকশেদ আলী জানান, হঠাৎ পানি বেড়ে গিয়ে মঙ্গলকাটা বাজারের অনেক দোকানে পানি উঠেছে। ইউনিয়নের অনেক মানুষের ঘরে পানি উঠেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। মঙ্গলকাটা বাজারসহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ-খবর নিয়েছি। চেষ্টা করছি ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে।