ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

অতি বর্ষণে আবারও ডুবেছে চট্টগ্রাম

  • আপডেট সময় : ০৯:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: বন্যা ও বৈরি আবাহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের এইচএচসি পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্ট নির্ধারণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আজ পরীক্ষা শুরুর দিনেই আবারও অতিবর্ষণে নাকাল অবস্থা সমগ্র চট্টগ্রাম নগর জুড়ে। বৃষ্টির পানিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রোববার (২৭ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গতকাল শনিবার রাত থেকেই চট্টগ্রাম জুড়ে টানা বৃষ্টি শুরু হয়। রোববার সকাল ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিলো। অব্যাহত বৃষ্টির ফলে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আবারও ভয়াবহ রকমের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর, দুই নম্বর গেইট, আগ্রাবাদ সিডিএ, চকবাজার, বাকলিয়াসহ নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এদিকে, অতি বর্ষণে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় পাহাড় ধসে ২ জন মারা গেছে। এর মধ্যে সাত মাস বয়সী একটি শিশু রয়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অতি বর্ষণে আবারও ডুবেছে চট্টগ্রাম

আপডেট সময় : ০৯:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি: বন্যা ও বৈরি আবাহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের এইচএচসি পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্ট নির্ধারণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আজ পরীক্ষা শুরুর দিনেই আবারও অতিবর্ষণে নাকাল অবস্থা সমগ্র চট্টগ্রাম নগর জুড়ে। বৃষ্টির পানিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রোববার (২৭ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গতকাল শনিবার রাত থেকেই চট্টগ্রাম জুড়ে টানা বৃষ্টি শুরু হয়। রোববার সকাল ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিলো। অব্যাহত বৃষ্টির ফলে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আবারও ভয়াবহ রকমের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর, দুই নম্বর গেইট, আগ্রাবাদ সিডিএ, চকবাজার, বাকলিয়াসহ নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এদিকে, অতি বর্ষণে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় পাহাড় ধসে ২ জন মারা গেছে। এর মধ্যে সাত মাস বয়সী একটি শিশু রয়েছে।