বিনোদন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপনে কুমিল্লায় প্রকাশিত হচ্ছে অডিও ভিজুয়াল প্রযোজনা ‘শতকণ্ঠে বিদ্রোহী নজরুল’। আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমনের গ্রন্থনা ও নির্দেশনায় ১২৩ জন আবৃত্তিশিল্পী এ পরিবেশনায় অংশগ্রহণ করেছেন। কুমিল্লা জেলা প্রশাসনের সৌজন্যে, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রযোজিত ‘শতকণ্ঠে বিদ্রোহী নজরুল’ এর প্রিমিয়ার হবে রোববার সন্ধ্যা ৬টায়, কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে। মাহতাব সুমন গ্লিটজকে বলেন, “বিদ্রোহী নিয়ে অনেক রকম কাজের মধ্যে শতকণ্ঠে এই ধরনের ভিজুয়াল নির্মাণ এটাই প্রথম। বিভিন্ন মঞ্চে ও ইনডোর-আউটডোর লোকেশনে শুটিং হয়েছে। বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের সদস্যদের অংশগ্রহণে ও সশস্ত্র বাহিনীর মহড়ার স্টক ফুটেজ ব্যবহার করা হয়েছে।” এই প্রযোজনার সহনির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেছেন আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস ও জীৎ নাথ। কোরিওগ্রাফি নির্দেশক ছিলেন ফারহানা আহমেদ। পোশাক ও দ্রব্য সামগ্রী পরিকল্পনা করেছেন চৌধুরী মারিয়াম হাশমি, কাজী সাজেদা ও সাহিদা আক্তার পপি। ভিডিওগ্রাফিতে ছিলেন আশিক পায়েল, অডিওতে ছিলেন পুলক সিনহা এবং সম্পাদনা করেছেন লিওন। ব্যবস্থাপনায় ছিলেন আয়াজ মাবুদ ও মো. আল আমিন।অডিও ভিজুয়ালে ‘শতকণ্ঠে বিদ্রোহী নজরুল’
বিনোদন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপনে কুমিল্লায় প্রকাশিত হচ্ছে অডিও ভিজুয়াল প্রযোজনা ‘শতকণ্ঠে বিদ্রোহী নজরুল’। আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমনের গ্রন্থনা ও নির্দেশনায় ১২৩ জন আবৃত্তিশিল্পী এ পরিবেশনায় অংশগ্রহণ করেছেন। কুমিল্লা জেলা প্রশাসনের সৌজন্যে, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রযোজিত ‘শতকণ্ঠে বিদ্রোহী নজরুল’ এর প্রিমিয়ার হবে রোববার সন্ধ্যা ৬টায়, কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে। মাহতাব সুমন গ্লিটজকে বলেন, “বিদ্রোহী নিয়ে অনেক রকম কাজের মধ্যে শতকণ্ঠে এই ধরনের ভিজুয়াল নির্মাণ এটাই প্রথম। বিভিন্ন মঞ্চে ও ইনডোর-আউটডোর লোকেশনে শুটিং হয়েছে। বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের সদস্যদের অংশগ্রহণে ও সশস্ত্র বাহিনীর মহড়ার স্টক ফুটেজ ব্যবহার করা হয়েছে।” এই প্রযোজনার সহনির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেছেন আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস ও জীৎ নাথ। কোরিওগ্রাফি নির্দেশক ছিলেন ফারহানা আহমেদ। পোশাক ও দ্রব্য সামগ্রী পরিকল্পনা করেছেন চৌধুরী মারিয়াম হাশমি, কাজী সাজেদা ও সাহিদা আক্তার পপি। ভিডিওগ্রাফিতে ছিলেন আশিক পায়েল, অডিওতে ছিলেন পুলক সিনহা এবং সম্পাদনা করেছেন লিওন। ব্যবস্থাপনায় ছিলেন আয়াজ মাবুদ ও মো. আল আমিন।
অডিও ভিজুয়ালে ‘শতকণ্ঠে বিদ্রোহী নজরুল’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ