ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

অটোরিকশাচাপায় প্রাণ গেল শিশুর

  • আপডেট সময় : ০৬:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি : শরীয়তপুরে অটোরিকশাচাপা শোয়াইবা নামে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের বালাকান্দি এলাকার চর মহিষখালি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শোয়াইবা উপজেলার আরশিনগর ইউনিয়নের বালাকান্দি এলাকার চর মহিষখালি গ্রামের আলহাজ সরদারের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো বাড়ির সামনের সড়কের পাশে খেলছিল শোয়াইবা।

এসময় হঠাৎ দ্রুতগতিতে একটি অটোরিকশা এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলেও স্বজনরা তাকে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শোয়াইবার চাচা হিমেল সরকার বলেন, সকালে শোয়াইবা বাড়ির পাশের সড়কের পাশে খেলছিল।

এসময় একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আমার ফুটফুটে চাচ্চু মারা গেছে। আমি অটোরিকশা চালকের বিচার দাবি করছি। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

অটোরিকশাচাপায় প্রাণ গেল শিশুর

আপডেট সময় : ০৬:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

প্রতিনিধি : শরীয়তপুরে অটোরিকশাচাপা শোয়াইবা নামে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের বালাকান্দি এলাকার চর মহিষখালি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শোয়াইবা উপজেলার আরশিনগর ইউনিয়নের বালাকান্দি এলাকার চর মহিষখালি গ্রামের আলহাজ সরদারের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো বাড়ির সামনের সড়কের পাশে খেলছিল শোয়াইবা।

এসময় হঠাৎ দ্রুতগতিতে একটি অটোরিকশা এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলেও স্বজনরা তাকে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শোয়াইবার চাচা হিমেল সরকার বলেন, সকালে শোয়াইবা বাড়ির পাশের সড়কের পাশে খেলছিল।

এসময় একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আমার ফুটফুটে চাচ্চু মারা গেছে। আমি অটোরিকশা চালকের বিচার দাবি করছি। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।