ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
অটোগ্রাফের ভারে বিরক্ত অরিজিৎ যা বললেন

অটোগ্রাফের ভারে বিরক্ত অরিজিৎ যা বললেন

  • আপডেট সময় : ১২:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : এখন বলিউডের শীর্ষ সংগীতশিল্পীদের মধ্যে অরিজিৎ সিং অন্যতম। শুধু গান দিয়ে নয়, বিভিন্ন কর্মকা- দিয়েও বার বার জানান দেন, তিনি সবার চেয়ে আলাদা। এ কারণে অরিজিৎ প্রায়ই খবরের শিরোনামে আসেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অরিজিতের একটি ভিডিও। মঞ্চে গান গাইতে গাইতে অরিজিৎ এমন কী করেছেন যা একদিকে সোশ্যাল মিডিয়ায় যেমন ভাইরাল হয়েছেন, তেমনই মন জিতে নিয়েছেন অনেক দর্শকের!
সম্প্রতি চ-ীগড়ে শো করতে যান অরিজিৎ। সেখানে গিয়ে মঞ্চে গান গাইতে গাইতে তিনি অটোগ্রাফ দিচ্ছিলেন। কখনো খাতায়, কখনো রুমালে অটোগ্রাফ নিচ্ছিলেন ভক্তরা। অরিজিৎ দর্শকদের নিষেধ করতে পারেননি অটোগ্রাফ নেওয়া থেকে। আর তাই, গান করতে করতেই একের পর এক অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন তিনি। এভাবে চলতে থাকায় হঠাৎ গান থামিয়ে দেন অরিজিৎ। দিয়ে কিছুটা বিরক্তির সুরে বলেন, ‘এখানে একজন নারী বলছেন, আপনি এইসব থামিয়ে দিয়ে গান করুন। উনি সঠিক কথাই বলছেন। আমি এখানে এইসব করতে তো আসিনি, গান করতে এসেছি।’
অরিজিৎ আরও বলেন, ‘আপনারা বারে বারে আমার হাতে অটোগ্রাফ দেওয়ার খাতা ধরিয়ে দিচ্ছেন আর আমিও না করতে পারছি না। আমি এখানে এসেছি এই প্রত্যাশা নিয়ে যে ভালো করে গান গাইব। আমরা যদি কিছুক্ষণের জন্য এটা বন্ধ রাখি, সবারই ভালো লাগবে।’
এ ঘটনায় অরিজিৎ ভক্ত-অনুরাগীদের কাছ থেকেও সমর্থন পান। সেই সময়ে অরিজিতের হাতে ছিল একটা রুমাল, অটোগ্রাফের জন্যই। তখনই তিনি ফিরিয়ে দেন ওই রুমাল। এরপরে ফের গানে মগ্ন হয়ে যান অরিজিৎ। সংগীতপ্রেমীদের সুরে সুরে নিয়ে যান গানের ভুবনে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অটোগ্রাফের ভারে বিরক্ত অরিজিৎ যা বললেন

অটোগ্রাফের ভারে বিরক্ত অরিজিৎ যা বললেন

আপডেট সময় : ১২:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : এখন বলিউডের শীর্ষ সংগীতশিল্পীদের মধ্যে অরিজিৎ সিং অন্যতম। শুধু গান দিয়ে নয়, বিভিন্ন কর্মকা- দিয়েও বার বার জানান দেন, তিনি সবার চেয়ে আলাদা। এ কারণে অরিজিৎ প্রায়ই খবরের শিরোনামে আসেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অরিজিতের একটি ভিডিও। মঞ্চে গান গাইতে গাইতে অরিজিৎ এমন কী করেছেন যা একদিকে সোশ্যাল মিডিয়ায় যেমন ভাইরাল হয়েছেন, তেমনই মন জিতে নিয়েছেন অনেক দর্শকের!
সম্প্রতি চ-ীগড়ে শো করতে যান অরিজিৎ। সেখানে গিয়ে মঞ্চে গান গাইতে গাইতে তিনি অটোগ্রাফ দিচ্ছিলেন। কখনো খাতায়, কখনো রুমালে অটোগ্রাফ নিচ্ছিলেন ভক্তরা। অরিজিৎ দর্শকদের নিষেধ করতে পারেননি অটোগ্রাফ নেওয়া থেকে। আর তাই, গান করতে করতেই একের পর এক অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন তিনি। এভাবে চলতে থাকায় হঠাৎ গান থামিয়ে দেন অরিজিৎ। দিয়ে কিছুটা বিরক্তির সুরে বলেন, ‘এখানে একজন নারী বলছেন, আপনি এইসব থামিয়ে দিয়ে গান করুন। উনি সঠিক কথাই বলছেন। আমি এখানে এইসব করতে তো আসিনি, গান করতে এসেছি।’
অরিজিৎ আরও বলেন, ‘আপনারা বারে বারে আমার হাতে অটোগ্রাফ দেওয়ার খাতা ধরিয়ে দিচ্ছেন আর আমিও না করতে পারছি না। আমি এখানে এসেছি এই প্রত্যাশা নিয়ে যে ভালো করে গান গাইব। আমরা যদি কিছুক্ষণের জন্য এটা বন্ধ রাখি, সবারই ভালো লাগবে।’
এ ঘটনায় অরিজিৎ ভক্ত-অনুরাগীদের কাছ থেকেও সমর্থন পান। সেই সময়ে অরিজিতের হাতে ছিল একটা রুমাল, অটোগ্রাফের জন্যই। তখনই তিনি ফিরিয়ে দেন ওই রুমাল। এরপরে ফের গানে মগ্ন হয়ে যান অরিজিৎ। সংগীতপ্রেমীদের সুরে সুরে নিয়ে যান গানের ভুবনে।