ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

অজানা পোকার কামড়ে গৃহবধূর মৃত্যু

  • আপডেট সময় : ১২:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা : অজানা পোকার কামড়ে কুমিল্লার হোমনায় শিউলি আক্তার (৩৬) নামে এক গৃহবধূ মারা গেছেন। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তারা।
তিনি উপজেলার আসাদপুর ইউনিয়নের শোভারামপুর গ্রামের মো. ইসমাইলের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্বামী মো. ইসমাইল জানান, প্রতিদিনের মতো কাজকর্ম সেরে শনিবার (২০ আগস্ট) রাতে ঘুমিয়ে পড়ে শিউলি। পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরের টয়লেটে যাওয়ার পথে তার উরুতে একটি পোকা কামড় দেয়। এ সময় হাত দিয়ে পোকাটি শরীর থেকে ফেলে দেন তিনি। ততক্ষণে যন্ত্রণা ছড়িয়ে পড়ে পা থেকে সারা শরীরে। সঙ্গে সঙ্গে তিনি ঘরে এসে ক্ষত স্থানে মলম লাগান। এতে ব্যথার কিছুটা উপশম হয়। তারপর বমি করেন কয়েকবার। সারারাত এভাবেই সহ্য করেছিলেন। অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ভর্তির ঘণ্টাখানেক পরেই মারা যান শিউলি বেগম। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, অজানা কোনো বিষাক্ত পোকার কামড়েই তার মৃত্যু হয়েছে। কী ধরনের পোকায় তাকে কামড়েছে তা বলা মুশকিল। অনেক দেরি করে হাসপাতালে আনা হয়েছে। তবে তার চিকিৎসা শুরু করা হয়েছিল। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অজানা পোকার কামড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১২:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

কুমিল্লা সংবাদদাতা : অজানা পোকার কামড়ে কুমিল্লার হোমনায় শিউলি আক্তার (৩৬) নামে এক গৃহবধূ মারা গেছেন। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তারা।
তিনি উপজেলার আসাদপুর ইউনিয়নের শোভারামপুর গ্রামের মো. ইসমাইলের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্বামী মো. ইসমাইল জানান, প্রতিদিনের মতো কাজকর্ম সেরে শনিবার (২০ আগস্ট) রাতে ঘুমিয়ে পড়ে শিউলি। পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরের টয়লেটে যাওয়ার পথে তার উরুতে একটি পোকা কামড় দেয়। এ সময় হাত দিয়ে পোকাটি শরীর থেকে ফেলে দেন তিনি। ততক্ষণে যন্ত্রণা ছড়িয়ে পড়ে পা থেকে সারা শরীরে। সঙ্গে সঙ্গে তিনি ঘরে এসে ক্ষত স্থানে মলম লাগান। এতে ব্যথার কিছুটা উপশম হয়। তারপর বমি করেন কয়েকবার। সারারাত এভাবেই সহ্য করেছিলেন। অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ভর্তির ঘণ্টাখানেক পরেই মারা যান শিউলি বেগম। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, অজানা কোনো বিষাক্ত পোকার কামড়েই তার মৃত্যু হয়েছে। কী ধরনের পোকায় তাকে কামড়েছে তা বলা মুশকিল। অনেক দেরি করে হাসপাতালে আনা হয়েছে। তবে তার চিকিৎসা শুরু করা হয়েছিল। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।