মৌলভীবাজার সংবাদদাতা : ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোনকলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক এলাকার ডোবা থেকে অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল শনিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন তিন নম্বর ওয়ার্ডের সুরভী আবাসিক এলাকা থেকে জামান নামে একজন কলার ৯৯৯ নম্বরে জানান, সেখানে বাড়ির পাশের ডোবায় চার-পাঁচ ফুট লম্বা একটি অজগর সাপ পাওয়া গেছে। এতে এলাকার বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, তারা যে কোনো সময় পিটিয়ে সাপটিকে মেরে ফেলতে পারে। সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ও বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করেন।’