বিবিসি : ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশে এক নারীকে জীবন্ত গিলে ফেলেছে বিশালদেহী একটি অজগর। পরে অজগরের পেট কেটে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালের দিকে রাবারের বাগানে কাজে যাওয়ার সময় অজগরের আক্রমণের শিকার হন ওই নারী। অজগরের আক্রমণে মারা যাওয়া ওই নারীর নাম জাহরাহ। বয়স ৫০ এর কোঠায়। রোববার সকালের দিকে রাবারের বাগানে কাজের জন্য বাসা থেকে বেরিয়ে যান তিনি। কিন্তু রাতেও ফিরে না আসায় তার খোঁজ করেন স্বজনরা। এই নারীর সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশির জন্য কয়েকটি দলও মোতায়েন করা হয়েছিল। কিন্তু একদিন পর গ্রামবাসীরা একটি অজগর দেখতে পান। আর এই অজগরের পেট অস্বাভাবিক বড় ছিল। পরে স্থানীয়রা অজগরটি মেরে ফেলেন এবং পেটের ভেতর থেকে ওই নারীর মরদেহ বের করেন। বেতারা জাম্বির পুলিশ প্রধান একেপি এস হারেফা স্থানীয় গণমাধ্যমকে বলেন, উদ্ধারের সময় ওই নারীর মরদেহ প্রায় অক্ষত ছিল মনে হয়েছে।