বিনোদন ডেস্ক: গ্রামের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘অচিনপুর’। রোববার থেকে বাংলাভিশনে দেখা যাবে ধারাবাহিক এই নাটকটি। এক বিজ্ঞপ্তিতে বাংলাভিশন জানিয়েছে, প্রতি সপ্তাহের শনি, রোব ও সোমবার রাত ০৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘অচিনপুর’। আহমেদ শাহাবুদ্দীনের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় নাটকটিতে অচিনপুর গ্রামের কলেজের শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। নাটকটিতে আরও অভিনয় করেছেন আনিকা কবির শখ, আ খ ম হাসান, শাহেদ শাহারিয়ার, ইমিলা হক, স্বর্ণলতা, রেজমিন সেতু, সঞ্চিতা দত্ত, মাহমুদুল ইসলাম মিঠু, তারেক স্বপন, ওবিদ রেহান, মিলন ভট্টাচার্য, ম আ সালাম, সফিক খান দিলু, সিলভিয়া, স্নিগ্ধা শ্রাবণ, বিনয় ভদ্র,তানভির মাসুদ, আমিরুল সহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, অচিনপুর গ্রামের কলেজের নাম ‘প্রেমানন্দ কলেজ’। কলেজটিতে লেখাপড়া তেমন হয় না, তবে প্রেম চলে। মাঝমধ্যেই কলেজের মেয়েদের ইভটিজিং করে বখাটেরা। এই ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অচিনপুর গ্রামেরই চার মেয়ে গঠন করে ‘ফিমেল ফাইটার্স’ নামের একটি দল। তাদের কাজ ইভটিজিংসহ সব ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা। পরিচালক কায়সার আহমেদ জানিয়েছেন, হাস্যরস ও শিক্ষণীয় নানা ঘটনায় এগিয়ে যাবে নাটকটির গল্প। গল্পের শেষে অচিনপুরে কী হয় তা জানতে দর্শকদের চোখ রাখতে হবে ধারাবাহিকটির শেষ পর্যন্ত।