ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

‘অচিনপুর’ গ্রামে চার নারীর লড়াইয়ের গল্প

  • আপডেট সময় : ০৬:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: গ্রামের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘অচিনপুর’। রোববার থেকে বাংলাভিশনে দেখা যাবে ধারাবাহিক এই নাটকটি। এক বিজ্ঞপ্তিতে বাংলাভিশন জানিয়েছে, প্রতি সপ্তাহের শনি, রোব ও সোমবার রাত ০৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘অচিনপুর’। আহমেদ শাহাবুদ্দীনের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় নাটকটিতে অচিনপুর গ্রামের কলেজের শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। নাটকটিতে আরও অভিনয় করেছেন আনিকা কবির শখ, আ খ ম হাসান, শাহেদ শাহারিয়ার, ইমিলা হক, স্বর্ণলতা, রেজমিন সেতু, সঞ্চিতা দত্ত, মাহমুদুল ইসলাম মিঠু, তারেক স্বপন, ওবিদ রেহান, মিলন ভট্টাচার্য, ম আ সালাম, সফিক খান দিলু, সিলভিয়া, স্নিগ্ধা শ্রাবণ, বিনয় ভদ্র,তানভির মাসুদ, আমিরুল সহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, অচিনপুর গ্রামের কলেজের নাম ‘প্রেমানন্দ কলেজ’। কলেজটিতে লেখাপড়া তেমন হয় না, তবে প্রেম চলে। মাঝমধ্যেই কলেজের মেয়েদের ইভটিজিং করে বখাটেরা। এই ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অচিনপুর গ্রামেরই চার মেয়ে গঠন করে ‘ফিমেল ফাইটার্স’ নামের একটি দল। তাদের কাজ ইভটিজিংসহ সব ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা। পরিচালক কায়সার আহমেদ জানিয়েছেন, হাস্যরস ও শিক্ষণীয় নানা ঘটনায় এগিয়ে যাবে নাটকটির গল্প। গল্পের শেষে অচিনপুরে কী হয় তা জানতে দর্শকদের চোখ রাখতে হবে ধারাবাহিকটির শেষ পর্যন্ত।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনিস আলমগীরকে গ্রেফতার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের স্মৃতি উসকে দেয়

‘অচিনপুর’ গ্রামে চার নারীর লড়াইয়ের গল্প

আপডেট সময় : ০৬:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: গ্রামের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘অচিনপুর’। রোববার থেকে বাংলাভিশনে দেখা যাবে ধারাবাহিক এই নাটকটি। এক বিজ্ঞপ্তিতে বাংলাভিশন জানিয়েছে, প্রতি সপ্তাহের শনি, রোব ও সোমবার রাত ০৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘অচিনপুর’। আহমেদ শাহাবুদ্দীনের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় নাটকটিতে অচিনপুর গ্রামের কলেজের শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। নাটকটিতে আরও অভিনয় করেছেন আনিকা কবির শখ, আ খ ম হাসান, শাহেদ শাহারিয়ার, ইমিলা হক, স্বর্ণলতা, রেজমিন সেতু, সঞ্চিতা দত্ত, মাহমুদুল ইসলাম মিঠু, তারেক স্বপন, ওবিদ রেহান, মিলন ভট্টাচার্য, ম আ সালাম, সফিক খান দিলু, সিলভিয়া, স্নিগ্ধা শ্রাবণ, বিনয় ভদ্র,তানভির মাসুদ, আমিরুল সহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, অচিনপুর গ্রামের কলেজের নাম ‘প্রেমানন্দ কলেজ’। কলেজটিতে লেখাপড়া তেমন হয় না, তবে প্রেম চলে। মাঝমধ্যেই কলেজের মেয়েদের ইভটিজিং করে বখাটেরা। এই ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অচিনপুর গ্রামেরই চার মেয়ে গঠন করে ‘ফিমেল ফাইটার্স’ নামের একটি দল। তাদের কাজ ইভটিজিংসহ সব ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা। পরিচালক কায়সার আহমেদ জানিয়েছেন, হাস্যরস ও শিক্ষণীয় নানা ঘটনায় এগিয়ে যাবে নাটকটির গল্প। গল্পের শেষে অচিনপুরে কী হয় তা জানতে দর্শকদের চোখ রাখতে হবে ধারাবাহিকটির শেষ পর্যন্ত।