নাসরীন জামান : স্বপ্ননীল,
অঘ্রানের ধান কাটা মাঠ পেরিয়ে
কোন সে দূরে স্বেচ্ছায় নির্বাসিত তুমি?
কোন সে দূরে অচেনা প্রান্তরে
শক্ত পাথর নুড়ি পায়ে দলে যাও নীরবেই,
রক্ত ঝরাও বিরহী কপোতীর বূকে।
এখানে অঘ্রাণে এখন নবান্নের আয়োজন
এখানে কুমারীকোমল মন এখন তখন
উত্তরীয় হীম ছুঁয়ে ওড়না উড়ায়
আমার বয়সটাও ছুঁয়ে যায় শীতলতায়।
শিশিরের রূপোলী চোখ ঝিলিক দিয়ে যায়
ক্ষণস্থায়ী তার জীবিতকালের আঙিনায়।