ক্রীড়া ডেস্ক : অঘটনে শুরু হয়েছে ইংলিশ ক্লাব চেলসির এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগ মিশন। মঙ্গলবার রাতে নিজেদের প্রথম ম্যাচে ডায়নামো জাগরেভের কাছে হেরে গেছে দুইবার চ্যাম্পিয়নস লিগজয়ীরা। আর এই অঘটনের বড় মাশুলই গুনতে হলো দলের হেড কোচ থমাস টুখেলকে। জাগরেভের কাছে হারের ক্ষত টাটকা থাকতেই টুখেলকে হেড কোচের পদ থেকে বরখাস্ত করে দিলো চেলসি। বুধবার দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে ক্লাবটি। আপাতত নতুন কোচ নিয়োগ দেওয়ার আগপর্যন্ত কোচিং স্টাফের সদস্যরা দলকে দেখভাল করবেন। বিবৃতিতে জানানো হয়েছে, চেলসির নতুন মালিক টড বোহেলি দায়িত্ব নেওয়ার পর ১০০ দিন হওয়ার পর কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। দলকে ভালোভাবে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যেই নতুন কারও হাতে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন নতুন মালিক।টুখেলের সাফল্যের কথা মনে করিয়ে চেলসির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘চেলসি ফুটবল ক্লাবের সবাই টুখেল ও তার স্টাফদের প্রতি কৃতজ্ঞ। চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতায় নিশ্চিতভাবেই চেলসির ইতিহাসে সবসময় টুখেলের জায়গা থাকবে।’ ২০২১ সালের জানুয়ারিতে চেলসির দায়িত্ব নিয়েছিলেন টুখেল। ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। ২০২১-২২ মৌসুমে এফএ কাপ ও কারাবাও কাপে ফাইনাল খেলে চেলসি। একই মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হয় তারা। কিন্তু গত মৌসুমে রোমান আব্রামোভিচ মালিকানা ছেড়ে দেওয়ার পরই টুখেলের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার জন্ম নেয়। শেষ পর্যন্ত চাকরি হারাতেই হলো টুখেলকে। ওয়েসলে ফোফানা, পিয়েরে এমেরিক আউবেমেয়াং ও রহিম স্টারলিংকে দলে নিয়েও প্রিমিয়ার লিগে ছয় নম্বরে অবস্থান করছে চেলসি।