বিনোদন ডেস্ক: ঈদ-উল-ফিতর উপলক্ষেই আগামী ১০ এপ্রিল ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের ছবি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ২৫ বছর আগে অমিতাভ বচ্চন ও গোবিন্দ অভিনীত যেই ছবি বলিউডে সাড়া ফেলে দিয়েছিল। এবার ঈদে সেই ছবির রিমেক নিয়েই বড় পর্দা কাঁপাতে আসছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। শনিবার (৬ এপ্রিল) শুরু হয়েছে আলী আব্বাস জাফর পরিচালিত ও বাসু ভাগনানির প্রযোজিত আসন্ন ছবিটির অগ্রিম টিকেট বুকিং। আর অগ্রিম বুকিং শুরু হওয়ার মাত্র ঘণ্টা কয়েকের মধ্যেই ১২ হাজার টিকেট বিক্রি হয়ে গেছে মুক্তি অপেক্ষায় থাকা ছবিটি। ফলে বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, মুক্তির আগেই ছবিটি অগ্রিম বুকিং বাবদ ১ লাখের বেশি টিকেট বিক্রির পাশাপাশি বক্স অফিসেও জমবে। অ্যাকশন প্যাকড আসন্ন এই সিনেমাতে রয়েছে ভরপুর কমেডির রসদ। সেই সঙ্গে অক্ষয় ও টাইগারের এই যুগলবন্দীও দর্শকদের মাত করবে বলে ধারণা করা হচ্ছে। অক্ষয় ও টাইগার ছাড়াও পৃথ্বীরাজ সুকুমারনকে ছবিটিতে দেখা যাবে খলনায়কের চরিত্রে। এছাড়াও আরো থাকছেন মানুশি চিল্লার এবং আলায় ফার্নিচারওয়ালাকে।
অগ্রিম বুকিংয়ে চমক দেখাচ্ছে বলিউডের ঈদের ছবি!
জনপ্রিয় সংবাদ