ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

অগ্নি সিস্টেমসের আইএসও সনদ লাভ

  • আপডেট সময় : ০৬:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট ও ডেটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সনদ অর্জন করেছে।

সম্প্রতি অগ্নি সিস্টেমসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বি-অ্যাডভান্সির পরিচালক আলমগীর হোসেন মিল্কীর কাছ থেকে সনদ গ্রহণ করেন।
আইএসও সনদ প্রাপ্তির মাধ্যমে অগ্নি সিস্টেমসের পরিষেবা আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল।

এ উপলক্ষে অগ্নি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বলেন, এই সনদ অর্জন আমাদের গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করবে। একইসঙ্গে এটি আমাদের কর্মীদের মধ্যে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের মানসিকতাকে আরও প্রসারিত করবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করবে।
অনুষ্ঠানে পরিচালক জিয়া শামসী অগ্নি সিস্টেমসের কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই অর্জন অগ্নি সিস্টেমস লিমিটেডের গ্রাহক সেবা উন্নত করার প্রতিশ্রুতির প্রতিফলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আল হেলাল মওদুদ আহমেদ, হেড অফ এইচআর দোলন কৃষ্ণ উকিল, হেড অফ রেভিনিউ আনিসুল ইসলাম, হেড অফ এডমিন সুলতান মাহমুদ রাসেল সহ অগ্নি সিস্টেমস এবং বি-অ্যাডভান্সির উর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অগ্নি সিস্টেমসের আইএসও সনদ লাভ

আপডেট সময় : ০৬:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

অর্থনৈতিক ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট ও ডেটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সনদ অর্জন করেছে।

সম্প্রতি অগ্নি সিস্টেমসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বি-অ্যাডভান্সির পরিচালক আলমগীর হোসেন মিল্কীর কাছ থেকে সনদ গ্রহণ করেন।
আইএসও সনদ প্রাপ্তির মাধ্যমে অগ্নি সিস্টেমসের পরিষেবা আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল।

এ উপলক্ষে অগ্নি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বলেন, এই সনদ অর্জন আমাদের গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করবে। একইসঙ্গে এটি আমাদের কর্মীদের মধ্যে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের মানসিকতাকে আরও প্রসারিত করবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করবে।
অনুষ্ঠানে পরিচালক জিয়া শামসী অগ্নি সিস্টেমসের কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই অর্জন অগ্নি সিস্টেমস লিমিটেডের গ্রাহক সেবা উন্নত করার প্রতিশ্রুতির প্রতিফলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আল হেলাল মওদুদ আহমেদ, হেড অফ এইচআর দোলন কৃষ্ণ উকিল, হেড অফ রেভিনিউ আনিসুল ইসলাম, হেড অফ এডমিন সুলতান মাহমুদ রাসেল সহ অগ্নি সিস্টেমস এবং বি-অ্যাডভান্সির উর্ধ্বতন কর্মকর্তারা।