ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

অগ্নিকা-কে নাশকতা বললে উপযুক্ত প্রমাণ দিতে হবে: জিএম কাদের

  • আপডেট সময় : ০৩:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, আমরা দোষারোপের রাজনীতি পছন্দ করি না। তিনি বলেন, ‘অগ্নিকা-কে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে। অভিযোগ করলে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে। আমরা চাই, আর যেন অগ্নিকা-ের ঘটনা না ঘটে। অগ্নিকা- ও নাশকতা প্রতিরোধের দায়িত্ব সরকারের।’
গতকাল বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রাজধানীর কুড়িলে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে গণমাধ্যমের সঙ্গে তিনি এসব কথা বলেন। ‘রেডিও টেলিভিশন খুললে দেখা যায়, প্রতি দিন বিদ্যুতের রেকর্ড উৎপাদন হচ্ছে’ উল্লেখ করেন জিএম কাদের। তিনি প্রশ্ন করেন, প্রতি দিন উৎপাদনের রেকর্ড হলে বিদ্যুতের লোডশেডিং কেন? বিদ্যুতের জন্য হাহাকার কেন? প্রতি দিনই বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলে তা প্রচার করতে হবে কেন? জিএম কাদের বলেন, ‘বিদ্যুতের রেকর্ড প্রচার করে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। বিদ্যুতের রেকর্ড প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের মানুষ বিদ্যুৎ না পেলে রেকর্ড দিয়ে কোনও লাভ হবে না।’ তিনি বলেন, ‘দেশের বেশির ভাগ মানুষ অভাবে আছেন। আনন্দ-উৎসব করার সামর্থ্য তাদের নেই। বেশির ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। মধ্যবিত্তরা দিনে দিনে নি¤œ-মধ্যবিত্ত হয়ে যাচ্ছে। আর নি¤œ-মধ্যবিত্তরা দরিদ্র হয়ে যাচ্ছে।’ জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মৃধার আয়োজনে এ সময় আরও উপস্থিত ছিলেন— সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক মোড়ল জিয়াউর রহমান প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অগ্নিকা-কে নাশকতা বললে উপযুক্ত প্রমাণ দিতে হবে: জিএম কাদের

আপডেট সময় : ০৩:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, আমরা দোষারোপের রাজনীতি পছন্দ করি না। তিনি বলেন, ‘অগ্নিকা-কে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে। অভিযোগ করলে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে। আমরা চাই, আর যেন অগ্নিকা-ের ঘটনা না ঘটে। অগ্নিকা- ও নাশকতা প্রতিরোধের দায়িত্ব সরকারের।’
গতকাল বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রাজধানীর কুড়িলে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে গণমাধ্যমের সঙ্গে তিনি এসব কথা বলেন। ‘রেডিও টেলিভিশন খুললে দেখা যায়, প্রতি দিন বিদ্যুতের রেকর্ড উৎপাদন হচ্ছে’ উল্লেখ করেন জিএম কাদের। তিনি প্রশ্ন করেন, প্রতি দিন উৎপাদনের রেকর্ড হলে বিদ্যুতের লোডশেডিং কেন? বিদ্যুতের জন্য হাহাকার কেন? প্রতি দিনই বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলে তা প্রচার করতে হবে কেন? জিএম কাদের বলেন, ‘বিদ্যুতের রেকর্ড প্রচার করে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। বিদ্যুতের রেকর্ড প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের মানুষ বিদ্যুৎ না পেলে রেকর্ড দিয়ে কোনও লাভ হবে না।’ তিনি বলেন, ‘দেশের বেশির ভাগ মানুষ অভাবে আছেন। আনন্দ-উৎসব করার সামর্থ্য তাদের নেই। বেশির ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। মধ্যবিত্তরা দিনে দিনে নি¤œ-মধ্যবিত্ত হয়ে যাচ্ছে। আর নি¤œ-মধ্যবিত্তরা দরিদ্র হয়ে যাচ্ছে।’ জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মৃধার আয়োজনে এ সময় আরও উপস্থিত ছিলেন— সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক মোড়ল জিয়াউর রহমান প্রমুখ।