প্রযুক্তি ডেস্ক : অক্সিজেন ওএস ১২ আপডেট পাচ্ছে ওয়ানপ্লাসের বেশ কিছু মডেল। অক্সিজেন ওএস ১২ -এর বিটা ভার্সন রোল আউট করা হল বাছাই করা কিছু ডিভাইসের জন্য। এই বিটা আপডেট টেস্ট করতে পারবেন ওয়ানপ্লাস ৯ সিরিজ। শিগগিরই স্টেবল ভার্সনও হাজির হবে বলে জানা গিয়েছে। মূলত, অ্যানড্রয়েড ১২ ভার্সনের উপর ভিত্তি করে অক্সিজেন ওএস ১২ ডেভেলপ করা হয়েছে। অক্সিজেন ওএস ১২- এর বর্ডার টেক্সটে ডেনসিটি কমছে। এর ফলে সহজেই মেনু পড়ে নিতে সক্ষম হবেন গ্রাহকরা। এছাড়াও, অপারেটিং সিস্টেমের আইকনে পরিবর্তন হচ্ছে। ক্লক, ডেটা ও ওয়াইফাইয়ের মতো আইকনগুলোও দেখতে আগের থেকে অনেকটাই আলাদা হবে। তবে, কালারওএস-এর সঙ্গে সংযুক্তিকরণের কারণে অক্সিজেন ওএস আপডেট নিয়ে চিন্তার কোনও কারণ নেই। এই আপডেটের পরেও অক্সিজেন ওএস-এর সব জেসচার ও অন্যান্য ফিচার আগের মতোই কাজ করবে।