ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

অক্টোবরের ২০ দিনেই বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী ও মৃত্যু

  • আপডেট সময় : ০৯:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত একদিনে ১২৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের সর্বোচ্চ। এর আগে গত ৬ অক্টোবর ১২২৫ জন এইডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত একদিনে আরও ৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। তাতে এ বছর মোট ২৪৭ জনের প্রাণ গেল এ রোগে। এই হিসাবে অক্টোবরের প্রথম ২০ দিনেই ১৮ হাজার ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮৪ জনের। তাতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় আগের সব মাসকে ছাড়িয়ে গেল অক্টোবর। এর আগে গত সেপ্টেম্বর মাসে ১৮ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৮০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার (২০ অক্টোবর) ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮০ জনে। নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৭৭ জন, ঢাকা বিভাগে ২৭৩ জন, ময়মনসিংহে ৩৮ জন, চট্টগ্রামে ১৯৬ জন, খুলনায় ১৪৬ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।
গত শনিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৫ হাজার ৬৯০ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮২৮ জন; আর ২১১৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৮ হাজার ৬৬৮ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ১৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্টোবরের ২০ দিনেই বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী ও মৃত্যু

আপডেট সময় : ০৯:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত একদিনে ১২৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের সর্বোচ্চ। এর আগে গত ৬ অক্টোবর ১২২৫ জন এইডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত একদিনে আরও ৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। তাতে এ বছর মোট ২৪৭ জনের প্রাণ গেল এ রোগে। এই হিসাবে অক্টোবরের প্রথম ২০ দিনেই ১৮ হাজার ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮৪ জনের। তাতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় আগের সব মাসকে ছাড়িয়ে গেল অক্টোবর। এর আগে গত সেপ্টেম্বর মাসে ১৮ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৮০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার (২০ অক্টোবর) ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮০ জনে। নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৭৭ জন, ঢাকা বিভাগে ২৭৩ জন, ময়মনসিংহে ৩৮ জন, চট্টগ্রামে ১৯৬ জন, খুলনায় ১৪৬ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।
গত শনিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৫ হাজার ৬৯০ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮২৮ জন; আর ২১১৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৮ হাজার ৬৬৮ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ১৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।