ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

৯৩৫০ টাকায় বিক্রি হলো মেঘনার এক ইলিশ

  • আপডেট সময় : ০১:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে প্রায় ৩ কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মাছঘাটে আনলে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ইলিশটি ৯ হাজার ৩৫০ টাকায় কিনে নেন রিয়াজ উদ্দিন নামে এক ব্যবসায়ী। ইলিশটি দেখতে মাছঘাটে লোকজন ভিড় জমায় বলে জানা গেছে। মঙ্গলবার (১১ জুন) রাতে মেঘনা নদী থেকে আবদুজ্জাহের মাঝি নামে এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে তিনি রাত ১১টার দিকে মেঘনা নদীর মতিরহাট মাছঘাটে হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে বিক্রি করতে নিয়ে আসেন। প্রথমেই ৭ হাজার টাকা দাম উঠানো হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৯ হাজার ৩৫০ টাকায় ইলিশটি বিক্রি হয়। জেলে আব্দুজ্জাহের মাঝি জানান, নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ে। মঙ্গলবার বিকেলে তিনি নদীতে জাল ফেলেন। রাতে জাল উঠানো হয়। এতে বড় ইলিশটি ধরা পড়ে। পরে মতিরহাট মাছঘাটে নিয়ে আড়তে মাছটির ডাক উঠানো হয়। গতকাল বুধবার দুপুরে মতিরহাট মাছঘাটের আড়তের কর্মচারী মো. খোকন জানান, জাহের মাঝি দাদন নিয়েছেন আড়তদার হান্নান মিয়ার কাছ থেকে। এ জন্য সবসময় জাহের তার আড়তেই মাছ বিক্রি করেন। গত কয়েকদিন প্রায় ১ কেজি ওজনের ইলিশ বেশি আসছে। তবে জাহেরের জালে ধরা পড়া প্রায় ৩ কেজি ওজনের ইলিশ ছিল। এতো বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ হওয়ায় দাম বেশি হয়েছে। এমনিতে নদীতে ইলিশ কম পাওয়ায় দাম বেশি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৯৩৫০ টাকায় বিক্রি হলো মেঘনার এক ইলিশ

আপডেট সময় : ০১:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে প্রায় ৩ কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মাছঘাটে আনলে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ইলিশটি ৯ হাজার ৩৫০ টাকায় কিনে নেন রিয়াজ উদ্দিন নামে এক ব্যবসায়ী। ইলিশটি দেখতে মাছঘাটে লোকজন ভিড় জমায় বলে জানা গেছে। মঙ্গলবার (১১ জুন) রাতে মেঘনা নদী থেকে আবদুজ্জাহের মাঝি নামে এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে তিনি রাত ১১টার দিকে মেঘনা নদীর মতিরহাট মাছঘাটে হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে বিক্রি করতে নিয়ে আসেন। প্রথমেই ৭ হাজার টাকা দাম উঠানো হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৯ হাজার ৩৫০ টাকায় ইলিশটি বিক্রি হয়। জেলে আব্দুজ্জাহের মাঝি জানান, নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ে। মঙ্গলবার বিকেলে তিনি নদীতে জাল ফেলেন। রাতে জাল উঠানো হয়। এতে বড় ইলিশটি ধরা পড়ে। পরে মতিরহাট মাছঘাটে নিয়ে আড়তে মাছটির ডাক উঠানো হয়। গতকাল বুধবার দুপুরে মতিরহাট মাছঘাটের আড়তের কর্মচারী মো. খোকন জানান, জাহের মাঝি দাদন নিয়েছেন আড়তদার হান্নান মিয়ার কাছ থেকে। এ জন্য সবসময় জাহের তার আড়তেই মাছ বিক্রি করেন। গত কয়েকদিন প্রায় ১ কেজি ওজনের ইলিশ বেশি আসছে। তবে জাহেরের জালে ধরা পড়া প্রায় ৩ কেজি ওজনের ইলিশ ছিল। এতো বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ হওয়ায় দাম বেশি হয়েছে। এমনিতে নদীতে ইলিশ কম পাওয়ায় দাম বেশি।