ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৪৬তম বিসিএসে নতুন করে প্রিলির ফলাফলে উত্তীর্ণ ২১৩৯৭

  • আপডেট সময় : ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, বুধবার (২৭ নভেম্বর) প্রকাশিত ফলে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এর আগে গত ৯ মে প্রকাশিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ফলে উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৩৮ জন।
মতিউর রহমান বলেন, “আগে যারা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন তাদের ফল বহাল থাকবে। নতুনরা তাদের সঙ্গে লিখত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হলেন।” আওয়ামী লীগ সরকার পতনের পর এই পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করল পিএসসি, যেখানে আগের চেয়ে দ্বিগুণ প্রার্থী লিখিত পরীক্ষার সুযোগ পেলেন। ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা হয়। গত ৯ মে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছিল।
গত ৫ আগস্ট সরকার পতনের পর ৪৪, ৪৫ ও ৪৬তম পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিল বিএনপি। গত অক্টোবরে পিএসসির নতুন চেয়ারম্যান ও চার সদস্য দায়িত্ব নেন। এরপর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৬তমের প্রিলির ফল নতুন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন

৪৬তম বিসিএসে নতুন করে প্রিলির ফলাফলে উত্তীর্ণ ২১৩৯৭

আপডেট সময় : ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, বুধবার (২৭ নভেম্বর) প্রকাশিত ফলে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এর আগে গত ৯ মে প্রকাশিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ফলে উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৩৮ জন।
মতিউর রহমান বলেন, “আগে যারা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন তাদের ফল বহাল থাকবে। নতুনরা তাদের সঙ্গে লিখত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হলেন।” আওয়ামী লীগ সরকার পতনের পর এই পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করল পিএসসি, যেখানে আগের চেয়ে দ্বিগুণ প্রার্থী লিখিত পরীক্ষার সুযোগ পেলেন। ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা হয়। গত ৯ মে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছিল।
গত ৫ আগস্ট সরকার পতনের পর ৪৪, ৪৫ ও ৪৬তম পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিল বিএনপি। গত অক্টোবরে পিএসসির নতুন চেয়ারম্যান ও চার সদস্য দায়িত্ব নেন। এরপর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৬তমের প্রিলির ফল নতুন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।