ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২৬-৩০ নভেম্বর বহুমুখী পাটপণ্যের মেলা

  • আপডেট সময় : ০৮:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে ঢাকায় বসছে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৪।
গতকাল সোমবার বিকালে তেঁজগাওয়ের জেডিপিসিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৬-৩০ নভেম্বর জেডিপিসি প্রাঙ্গণেই এই মেলা অনুষ্ঠিত হবে। মূলত বহুমুখী পাটপণ্যের প্রচার, প্রসার ও ব্যবহার সম্প্রসারণ, গণমানুষকে বহুমুখী পাটপণ্যের সাথে পরিচিত করা এবং তা ব্যবহারে আকৃষ্ট করতেই এই মেলার আয়োজন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ মেলায় প্রায় ৩০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস (বিজনেস কার্ড, ফাইল কভার, ম্যাগাজিন হোল্ডার, কার্ড হোল্ডার, পেপার হোল্ডার, বক্স ফাইল, পেন হোল্ডার, টিস্যু বক্স কভার, ডেস্ক ক্যালেন্ডার ইত্যাদি) প্রদর্শন ও বিক্রি করা হবে। এছাড়াও নার্সারি আইটেম (জুট টেপ, নার্সারি সিট ইত্যাদি), হোম টেক্সটাইল (বেড কভার, কুশন কভার, সোফা কভার, কম্বল, পর্দা, টেবিল রানার, টেবিল ম্যাট, কার্পেট, ডোর ম্যাট, শতরঞ্জি ইত্যাদি), পরিধেয় বস্ত্র (ব্লেজার, ফতুয়া, কটি, শাড়ি ইত্যাদি), বিভিন্ন ধরনের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য নানা ধরনের পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করায় বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের ঐতিহ্যবাহী সোনালি আঁশ পাট দিয়ে স্থিরচিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেডিপিসির নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা, পরিচালক (যুগ্মসচিব) মো. মশিউর রহমান, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম সাফাক হোসেন, পাবলিক স্পিকিং অফিসিয়ালের প্রতিষ্ঠাতা মো. সোলায়মান আহমেদ জিসান।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন

২৬-৩০ নভেম্বর বহুমুখী পাটপণ্যের মেলা

আপডেট সময় : ০৮:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে ঢাকায় বসছে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৪।
গতকাল সোমবার বিকালে তেঁজগাওয়ের জেডিপিসিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৬-৩০ নভেম্বর জেডিপিসি প্রাঙ্গণেই এই মেলা অনুষ্ঠিত হবে। মূলত বহুমুখী পাটপণ্যের প্রচার, প্রসার ও ব্যবহার সম্প্রসারণ, গণমানুষকে বহুমুখী পাটপণ্যের সাথে পরিচিত করা এবং তা ব্যবহারে আকৃষ্ট করতেই এই মেলার আয়োজন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ মেলায় প্রায় ৩০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস (বিজনেস কার্ড, ফাইল কভার, ম্যাগাজিন হোল্ডার, কার্ড হোল্ডার, পেপার হোল্ডার, বক্স ফাইল, পেন হোল্ডার, টিস্যু বক্স কভার, ডেস্ক ক্যালেন্ডার ইত্যাদি) প্রদর্শন ও বিক্রি করা হবে। এছাড়াও নার্সারি আইটেম (জুট টেপ, নার্সারি সিট ইত্যাদি), হোম টেক্সটাইল (বেড কভার, কুশন কভার, সোফা কভার, কম্বল, পর্দা, টেবিল রানার, টেবিল ম্যাট, কার্পেট, ডোর ম্যাট, শতরঞ্জি ইত্যাদি), পরিধেয় বস্ত্র (ব্লেজার, ফতুয়া, কটি, শাড়ি ইত্যাদি), বিভিন্ন ধরনের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য নানা ধরনের পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করায় বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের ঐতিহ্যবাহী সোনালি আঁশ পাট দিয়ে স্থিরচিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেডিপিসির নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা, পরিচালক (যুগ্মসচিব) মো. মশিউর রহমান, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম সাফাক হোসেন, পাবলিক স্পিকিং অফিসিয়ালের প্রতিষ্ঠাতা মো. সোলায়মান আহমেদ জিসান।